ঈদের ব্যানার, পোষ্টার, ফেস্টুন ও বিলবোর্ডে নিজের ছবি ব্যবহারের জন্য নেতাকর্মীদের নিষেধাজ্ঞা দিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইতিমধ্যে তার ফেসবুক পোস্টের মাধ্যমে তার ছবি ব্যাবহার করে আর কোন নেতাকর্মীরা ঈদের ব্যানার, ফেস্টুন না লাগায় তার জন্য নিষেধ করেছেন।
নিচে খন্দকার আব্দুল মোক্তাদিরের ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো….
আস সালামু আলাইকুম। গত কয়েকদিন যাবত সিলেট শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় ঈদ শুভেচ্ছা জানিয়ে অনেকে আমার ছবি সম্বলিত ব্যানার স্থাপন করেছেন। আমার সনির্বন্ধ অনুরোধ, আমার ছবি দিয়ে কোথাও ব্যানার করবেন না। বরং এই অর্থ পবিত্র মাসে সদকা হিসাবে দান করুন, এটি হবে সর্বোত্তম বিনিয়োগ।