বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের অন্তর্ভূক্ত সাংবাদিক সংগঠন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) এক সভা শনিবার (১৫ মার্চ) দুপুরে সিলেট প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়নকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রেখে সাংবাদিকদের কল্যাণে আরো ভূমিকা রাখার ব্যাপারে আলোচনা হয়। সভায় পতিত সরকারের সময়ে সকল বাঁধা বিপত্তি পেরিয়ে সংগঠনের কার্যক্রমে যারা সক্রিয় ছিলেন তাদেরকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া বিগত দিনে যেসব সাংবাদিক বঞ্চনার শিকার হয়েছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা ও সার্বিক সহযোগিতার জন্য বিএফইউজে’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়। সভায় এসএমইউজে’র বিভিন্ন কার্যক্রমের আলোচনা পর্যালোচনা করা হয়।
এসএমইউজে’র সহ-সভাপতি আবদুল কাদের তাপাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক এনামুল হক জুবের, মুহাম্মদ আমজাদ হোসাইন, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মো: আফতাব উদ্দিন, এম.এ মতিন, কবির আহমদ, আনাস হাবিব কলিন্স, আহমেদ মারুফ, খালেদ আহমদ মেহেদী, শেখ আব্দুল মজিদ, মারুফ হাসান, শফিক আহমদ শফি, আব্দুল কালাম কাওছার, হুমায়ুন কবির লিটন, নাবিল চৌধুরী, শাব্বির আহমদ, নুরুল ইসলাম, এইচ এম শহিদুল ইসলাম, মোহাম্মদ ঈসা, মো: মুহিব হাসান, এনামুল হক এনাম প্রমূখ।
সভায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের মাধ্যমে ৭জন অসুস্থ সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান প্রদান করায় ট্রাস্টের সাথে সংশ্লিষ্ট বিশেষ করে ব্যবস্থাপনা পরিচালকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। এছাড়া ১০জন সাংবাদিকের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি এবং পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে উপহার সামগ্রী প্রেরণ করায় ধন্যবাদ জানানো হয়।
এছাড়া সভায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় ’সাংবাদিকতা কার জন্য? শীর্ষক আলোচনা সভা এবং সিলেটের ৩৫জন সাংবাদিকের জন্য তিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করায় পিআইবির মহাপরিচালক ও বিএফইউজে’র সভাপতিসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
সভায় আগামী ২২ মার্চ শনিবার (২১ রমজান) সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে ইউনিয়নের সিনিয়র সদস্য এনামুল হক জুবেরকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক খালেদ আহমদকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট ইফতার আয়োজক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, মোহাম্মদ বদরুদ্দোজা বদর, আবদুল কাদের তাপাদার, শফিক আহমদ শফি, শাব্বির আহমদ, মারুফ হাসান, নুরুল ইসলাম, হুমায়ুন কবির লিটন ও নাবিল চৌধুরী।