বাংলাদেশ জামায়াতে ইসলামী জালালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদ্দ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের আনিলগন্জ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিন সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা লোকমান আহমদ।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট নাজমুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারী এম.মহিবুর রহমান, জালালপুর ইউনিয়ন আমীর হাফিজ মোজাম্মেল আলী, সেক্রেটারী ফখরুল ইসলাম সহ স্থানীয় দায়িত্বশীল বৃন্দ।