, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে : সাংবাদিক কর্মশালায় বক্তারা জৈন্তাপুরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলায় আদালতে মামলা দায়ের ‘সিলেটের পাথর কোয়ারির ইজারা স্থগিত এটা বৈষম্যের শামিল’ অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে : জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান নির্বাচনের আগেই বয়কট একাংশের : প্রশ্নবিদ্ধ সিলেট উইমেন চেম্বার সিলেটের ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি মারার ভিডিও ভাইরাল, তদন্তে কমিটি সিলেটে প্রতিবেশীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেত্রীর পদ স্থগিত আমেরিকা ইউরোপের ৫টি দেশসহ উচ্চ শিক্ষার জন্য তিন সহস্রাধিক রেজিষ্ট্রেশন স্থানীয় সরকার উপ-পরিচালকের দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

ধর্ষকদের শাস্তির দাবিতে সিলেটে শিক্ষার্থীদের বিক্ষোভ 

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) বিকেলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাসের গোল চত্ত্বর থেকে একটি মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। পরে আবার গোল চত্বরে এসে শেষ হয় মিছিল।

মিছিল পরবর্তী সময়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে একই দাবিতে বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে খুন, ধর্ষণ ও নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ব্যনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভঙ্গুর হয়ে পড়েছে। সারাদেশে অপরাধীরা মাথাছাড়া দিয়ে উঠেছে। দেশে ধর্ষণ বেড়েছে। শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। শহরে শহরে বেড়েছে অপরাধমূলক কর্মকান্ড। অথচ রাষ্ট্র, প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রাষ্ট্র নারী ও শিশুদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা।

পাশাপাশি শিক্ষার্থীরা মাগুরায় ধর্ষণের শিকার আছিয়ার ধর্ষণ কাণ্ডের দ্রুত বিচার দাবি করেন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।

জনপ্রিয়

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

ধর্ষকদের শাস্তির দাবিতে সিলেটে শিক্ষার্থীদের বিক্ষোভ 

প্রকাশের সময় : ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) বিকেলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাসের গোল চত্ত্বর থেকে একটি মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। পরে আবার গোল চত্বরে এসে শেষ হয় মিছিল।

মিছিল পরবর্তী সময়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে একই দাবিতে বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে খুন, ধর্ষণ ও নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ব্যনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভঙ্গুর হয়ে পড়েছে। সারাদেশে অপরাধীরা মাথাছাড়া দিয়ে উঠেছে। দেশে ধর্ষণ বেড়েছে। শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। শহরে শহরে বেড়েছে অপরাধমূলক কর্মকান্ড। অথচ রাষ্ট্র, প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রাষ্ট্র নারী ও শিশুদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা।

পাশাপাশি শিক্ষার্থীরা মাগুরায় ধর্ষণের শিকার আছিয়ার ধর্ষণ কাণ্ডের দ্রুত বিচার দাবি করেন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।