সিলেটের বিয়ানীবাজারে নিজের গায়ে নিজেই আগুন লাগিয়ে আফজল হোসেন (২৪) নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৫ মার্চ) ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আফজল উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজনা গ্রামের ছরফর আলীর ছেলে। আফজল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে তার স্বজনরা।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার দোকান থেকে পেট্রোল কিনে নিয়ে লুকিয়ে রাখেন আফজল। এরপর রাতে কোনো একসময় নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি।
পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উজ্জামান বলেন, ‘ঘটনাটির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’