বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, বিএফসি স্পোটিং ক্লাব গঠনের পর থেকে প্রতিটি মাঠে তারা বিশ্বনাথে সুনাম বৃদ্ধি করেছে। পাশাপাশি বিশ্বনাথে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধিতে বি.এফ.সি অনন্য ভূমিকা রাখছে। এই ক্লাবকে নিয়ে আমরা গর্ব করতে পারি। ফুটবল খেলার ঐতিহ্য ফিরিয়ে আনতে ক্লাবের যতেষ্ঠ ভূমিকা রয়েছে। দেশে-বিদেশে সুনাম অর্জনকারী বিএফসি ক্লাবের পাশে দাড়িঁয়ে আজ প্রবাসীরা পৃষ্টপোষকতা করে ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী ক্লাবটি আরো এগিয়ে যাবে ক্লাবের খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলবে এমন আশা করতে পারে বিশ্বনাথবাসী। তিনি আরো বলেন, প্রবাসীদের সহযোগিতায় এগিয়ে চলা বিএফসি স্পোটিং ক্লাব একদিন অভিষ্ট লক্ষ্যে পৌছাঁবে ইন শা আল্লাহ। তিনি বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্বনাথ পৌর শহরের ভেন্যু সেন্টারে বিএফসি স্পোটিং ক্লাব আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএফসি স্পোটিং ক্লাবের সভাপতি লুৎফুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও উপজেলা ধারাভাষ্য এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিএফসি স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কর্ণেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, ব্যবাসায়ী নূরুল ওয়াছে আলতাফী কালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ জামাল মিয়া।
এসময়, বিশ্বনাথ উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি কলমদর আলী, সমাজকর্মী আব্দুল মতিন, জয়নাল আবেদীন, সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর ভাতিজা আলা উদ্দিন, ফুটবল রেফারী হাসানুজামান মিলন, দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব এন্ড একাডেমীর প্রধান কোচ পরতাব আলী, ক্রীড়া সংগঠক সামছুল ইসলাম মোমিনসহ ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন মাওলানা নোমান আহমদ। ইফতার মাহফিল শেষে শিপন তালুকদারকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।