, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে : সাংবাদিক কর্মশালায় বক্তারা জৈন্তাপুরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলায় আদালতে মামলা দায়ের ‘সিলেটের পাথর কোয়ারির ইজারা স্থগিত এটা বৈষম্যের শামিল’ অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে : জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান নির্বাচনের আগেই বয়কট একাংশের : প্রশ্নবিদ্ধ সিলেট উইমেন চেম্বার সিলেটের ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি মারার ভিডিও ভাইরাল, তদন্তে কমিটি সিলেটে প্রতিবেশীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেত্রীর পদ স্থগিত আমেরিকা ইউরোপের ৫টি দেশসহ উচ্চ শিক্ষার জন্য তিন সহস্রাধিক রেজিষ্ট্রেশন স্থানীয় সরকার উপ-পরিচালকের দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

যাবার আগে স্ট্রাইকার খোঁজার বার্তা দিলেন হামজা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ৩৯ পড়া হয়েছে

বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য স্বপ্নের মত ১০ দিন, উপলক্ষের নাম হামজা চৌধুরী। ২০২৩ সালের পর হঠাৎ অন্ধকারে নিমজ্জিত হওয়া ফুটবল অরণ্যে এক চিলতে রোদ হয়ে এসেছিলেন হামজা। পরম আরাধ্য সেই রোদের আলোর কতটুকু ধারণ করতে পারবে বাংলাদেশ সেই প্রশ্নটা রেখেই আপাতত বিদায় জানিয়েছেন দেশকে।

হামজার বাংলাদেশে আসার ঘটনা দেশের গন্ডি পেরিয়ে শিরোনাম হয়েছে পুরো দক্ষিণ এশিয়াতেই। নামে, ভারে, ধারে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার ধারের কাছেই নেই উপমহাদেশের কেউ। হামজা বাংলাদেশের মেসি। হামজার ইফেক্ট বোঝাতে অধিনায়ক জামাল ভূঁইয়ার এই একটি লাইনই যথেষ্ট। আসার পর থেকেই অনুশীলন মাঠ কিংবা মাঠের বাইরে সব জায়গায় সবার মধ্যমনি ছিলেন সিলেটের হবিগঞ্জের এই ফুটবলার।

হামজা বলেন, “আমি আসলে বলে বোঝাতে পারব না আমার অনুভূতি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি আবার জুন মাসে ফিরব। আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্যও দোয়া করবেন। জুন মাসে দুটি বড় খেলা আছে। আবারও দেখা হবে ইনশাআল্লাহ।”

ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই অপেক্ষার অবসান ঘটিয়ে তৃষ্ণা মিটিয়েছেন ভক্তদের। রক্ষণ আর মাঝ মাঠে বল দখল কিংবা পায়ের কারিগরিতে তটস্থ করে রেখেছেন প্রতিপক্ষকে। অধিনায়ক না হয়েও খেলেছেন দলনেতার মতো। প্রিমিয়ার লিগ তারকার জাদুতে মুগ্ধ হয়েছেন সবাই। অবশ্য লাল সবুজের জার্সিতে হামজা তার নিজের সামর্থ্য শতভাগ জানান দিলেও আরো বেশি প্রকট হয়ে উঠেছে দলে স্ট্রাইকার বা গোল স্কোরারের অভাব। হামজার নিজের আলোতে বাংলাদেশ ফুটবল দল কতদূর যেতে পারবে সেটা নিয়ে তাই শঙ্কা থাকছেই। আর তাই প্রচ্ছন্ন আরো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। ভক্তদের ভালোবাসা আর প্রশংসা সঙ্গে নিয়ে ইংল্যান্ড যাওয়া হামজার সঙ্গী কি অভিষেকটা জয় দিয়ে শুরু করতে না পারার আক্ষেপও!

বিদায় বেলায় হামজা জুনে ফেরার বার্তা দিয়ে গেছেন, আর ভারত ম্যাচে দিয়ে গেছেন স্ট্রাইকার খোঁজার আকুল বার্তা।

জনপ্রিয়

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

যাবার আগে স্ট্রাইকার খোঁজার বার্তা দিলেন হামজা

প্রকাশের সময় : ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য স্বপ্নের মত ১০ দিন, উপলক্ষের নাম হামজা চৌধুরী। ২০২৩ সালের পর হঠাৎ অন্ধকারে নিমজ্জিত হওয়া ফুটবল অরণ্যে এক চিলতে রোদ হয়ে এসেছিলেন হামজা। পরম আরাধ্য সেই রোদের আলোর কতটুকু ধারণ করতে পারবে বাংলাদেশ সেই প্রশ্নটা রেখেই আপাতত বিদায় জানিয়েছেন দেশকে।

হামজার বাংলাদেশে আসার ঘটনা দেশের গন্ডি পেরিয়ে শিরোনাম হয়েছে পুরো দক্ষিণ এশিয়াতেই। নামে, ভারে, ধারে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার ধারের কাছেই নেই উপমহাদেশের কেউ। হামজা বাংলাদেশের মেসি। হামজার ইফেক্ট বোঝাতে অধিনায়ক জামাল ভূঁইয়ার এই একটি লাইনই যথেষ্ট। আসার পর থেকেই অনুশীলন মাঠ কিংবা মাঠের বাইরে সব জায়গায় সবার মধ্যমনি ছিলেন সিলেটের হবিগঞ্জের এই ফুটবলার।

হামজা বলেন, “আমি আসলে বলে বোঝাতে পারব না আমার অনুভূতি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি আবার জুন মাসে ফিরব। আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্যও দোয়া করবেন। জুন মাসে দুটি বড় খেলা আছে। আবারও দেখা হবে ইনশাআল্লাহ।”

ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই অপেক্ষার অবসান ঘটিয়ে তৃষ্ণা মিটিয়েছেন ভক্তদের। রক্ষণ আর মাঝ মাঠে বল দখল কিংবা পায়ের কারিগরিতে তটস্থ করে রেখেছেন প্রতিপক্ষকে। অধিনায়ক না হয়েও খেলেছেন দলনেতার মতো। প্রিমিয়ার লিগ তারকার জাদুতে মুগ্ধ হয়েছেন সবাই। অবশ্য লাল সবুজের জার্সিতে হামজা তার নিজের সামর্থ্য শতভাগ জানান দিলেও আরো বেশি প্রকট হয়ে উঠেছে দলে স্ট্রাইকার বা গোল স্কোরারের অভাব। হামজার নিজের আলোতে বাংলাদেশ ফুটবল দল কতদূর যেতে পারবে সেটা নিয়ে তাই শঙ্কা থাকছেই। আর তাই প্রচ্ছন্ন আরো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। ভক্তদের ভালোবাসা আর প্রশংসা সঙ্গে নিয়ে ইংল্যান্ড যাওয়া হামজার সঙ্গী কি অভিষেকটা জয় দিয়ে শুরু করতে না পারার আক্ষেপও!

বিদায় বেলায় হামজা জুনে ফেরার বার্তা দিয়ে গেছেন, আর ভারত ম্যাচে দিয়ে গেছেন স্ট্রাইকার খোঁজার আকুল বার্তা।