, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে : সাংবাদিক কর্মশালায় বক্তারা জৈন্তাপুরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলায় আদালতে মামলা দায়ের ‘সিলেটের পাথর কোয়ারির ইজারা স্থগিত এটা বৈষম্যের শামিল’ অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে : জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান নির্বাচনের আগেই বয়কট একাংশের : প্রশ্নবিদ্ধ সিলেট উইমেন চেম্বার সিলেটের ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি মারার ভিডিও ভাইরাল, তদন্তে কমিটি সিলেটে প্রতিবেশীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেত্রীর পদ স্থগিত আমেরিকা ইউরোপের ৫টি দেশসহ উচ্চ শিক্ষার জন্য তিন সহস্রাধিক রেজিষ্ট্রেশন স্থানীয় সরকার উপ-পরিচালকের দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সমন্বয়ক দাবি করা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল শাবি শিক্ষার্থীরা

নিজেকে সমন্বয়ক দাবি করে চব্বিশের জুলাইয়ের আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বলে বিতর্কিত করা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীকে নূর মোহাম্মদ বায়েজিদকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বায়েজিদ (২৫) গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে তাকে ধরে জালালাবাদ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবি শাখার সদস্য সচিব মো হাফিজুল ইসলাম বলেন, ‘বায়েজিদ ছাত্রলীগের সক্রিয় কর্মী। সে শুরুতে কোটা সংস্কার আন্দোলনে থাকলেও পরে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বলে বিতর্কিত করার চেষ্টা করে। সে দুটি মামলার আসামি, তবুও কীভাবে গ্রেপ্তার না হয়ে বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে’।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো মোখলেসুর রহমান বলেন, ‘অভিযুক্ত বায়েজিদের নামে মামলা আছে তাই তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন কোনো ধরনের মব সৃষ্টি না হয় সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে’।

সমন্বয়ক পরিচয়ে আন্দোলনকে বিতর্কিত করা বায়েজিদকে পুলিশে দিল শাবি শিক্ষার্থীরা
ছাত্রদলের কোরআন তিলাওয়াতের অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি
জালালাবাদ থানার সহকারী পরিদর্শক আহসান বলেন, ‘আমরা অভিযোগের ভিত্তিতে এসেছি, অভিযুক্ত নুর মোহাম্মদ বায়েজিদকে আমাদের হাতে হস্তান্তর করা হয়েছে। শুনেছি তার নামে একাধিক মামলা রয়েছে। দেশের প্রচলিত আইনে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৫ জুলাই বেসরকারি একটি টিভি চ্যানেলে নুর মোহাম্মদ বায়েজিদ দাবি করেন, তিনি বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে শাবির সমন্বয়ক। পাশাপাশি চলমান কোটা আন্দোলনে তিনি সক্রিয় সদস্য ছিলেন। তবে যতক্ষণ পর্যন্ত এ আন্দোলন কোটার সংস্কারের আন্দোলনের পক্ষে ছিল, ততক্ষণ পর্যন্ত তিনি আন্দোলনে ছিলেন।তবে কোটা সংস্কার আন্দোলন ভিন্ন দিকে প্রবাহিত হয়ে সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে এমন সম্ভাবনায় তিনি এ থেকে সরে এসেছেন তিনি এমন মন্তব্য করেন।

জনপ্রিয়

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

সমন্বয়ক দাবি করা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল শাবি শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

নিজেকে সমন্বয়ক দাবি করে চব্বিশের জুলাইয়ের আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বলে বিতর্কিত করা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীকে নূর মোহাম্মদ বায়েজিদকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বায়েজিদ (২৫) গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে তাকে ধরে জালালাবাদ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবি শাখার সদস্য সচিব মো হাফিজুল ইসলাম বলেন, ‘বায়েজিদ ছাত্রলীগের সক্রিয় কর্মী। সে শুরুতে কোটা সংস্কার আন্দোলনে থাকলেও পরে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বলে বিতর্কিত করার চেষ্টা করে। সে দুটি মামলার আসামি, তবুও কীভাবে গ্রেপ্তার না হয়ে বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে’।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো মোখলেসুর রহমান বলেন, ‘অভিযুক্ত বায়েজিদের নামে মামলা আছে তাই তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন কোনো ধরনের মব সৃষ্টি না হয় সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে’।

সমন্বয়ক পরিচয়ে আন্দোলনকে বিতর্কিত করা বায়েজিদকে পুলিশে দিল শাবি শিক্ষার্থীরা
ছাত্রদলের কোরআন তিলাওয়াতের অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি
জালালাবাদ থানার সহকারী পরিদর্শক আহসান বলেন, ‘আমরা অভিযোগের ভিত্তিতে এসেছি, অভিযুক্ত নুর মোহাম্মদ বায়েজিদকে আমাদের হাতে হস্তান্তর করা হয়েছে। শুনেছি তার নামে একাধিক মামলা রয়েছে। দেশের প্রচলিত আইনে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৫ জুলাই বেসরকারি একটি টিভি চ্যানেলে নুর মোহাম্মদ বায়েজিদ দাবি করেন, তিনি বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে শাবির সমন্বয়ক। পাশাপাশি চলমান কোটা আন্দোলনে তিনি সক্রিয় সদস্য ছিলেন। তবে যতক্ষণ পর্যন্ত এ আন্দোলন কোটার সংস্কারের আন্দোলনের পক্ষে ছিল, ততক্ষণ পর্যন্ত তিনি আন্দোলনে ছিলেন।তবে কোটা সংস্কার আন্দোলন ভিন্ন দিকে প্রবাহিত হয়ে সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে এমন সম্ভাবনায় তিনি এ থেকে সরে এসেছেন তিনি এমন মন্তব্য করেন।