সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। অনেক এলাকায় ডাকাতের ভয়ে গ্রাম পাহারা দিয়ে নির্ঘুম রাত কাটান এলাকাবাসী। ফলে পুলিশের তৎপরতা বেড়েছে। গত আড়াই মাসে সিলেটের বিভিন্ন এলাকা থেকে ২৯ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে চলতি মার্চ মাসের ১৫ দিনে গ্রেপ্তার হয়েছে ৯ ডাকাত।
সিলেট জেলার সহকারী পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় এ অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরো বলেন, ‘শনিবার (১৫ মার্চ) রাতে দক্ষিণ সুরমার কামালবাজার এলাকা থেকে সুমন আহমদ নামের এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।
একই দিন জকিগঞ্জ থেকে গ্রেপ্তার হয় ডাকাত রাসেল আহমদ রাসু। এর আগের দিন শুক্রবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে শহীদ, বুরহান উদ্দিন বাছন ও হুমায়ূন নামের তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে। সবমিলিয়ে মার্চ মাসের ১৫ দিনেই গ্রেপ্তার হয়েছে ৯ ডাকাত।’
এছাড়া ফেব্রুয়ারিতে ৭ জন এবং জানুয়ারিতে ১৩ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।