, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে : সাংবাদিক কর্মশালায় বক্তারা জৈন্তাপুরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলায় আদালতে মামলা দায়ের ‘সিলেটের পাথর কোয়ারির ইজারা স্থগিত এটা বৈষম্যের শামিল’ অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে : জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান নির্বাচনের আগেই বয়কট একাংশের : প্রশ্নবিদ্ধ সিলেট উইমেন চেম্বার সিলেটের ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি মারার ভিডিও ভাইরাল, তদন্তে কমিটি সিলেটে প্রতিবেশীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেত্রীর পদ স্থগিত আমেরিকা ইউরোপের ৫টি দেশসহ উচ্চ শিক্ষার জন্য তিন সহস্রাধিক রেজিষ্ট্রেশন স্থানীয় সরকার উপ-পরিচালকের দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটে খাসিয়াদের গুলিতে নিহত শাহেদের মরদেহ দিল বিএসএফ

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত শাহেদ আহমদের মরদেহ পতাকা বৈঠকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বড়ছড়া এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে যৌথ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের মেঘালয় রাজ্য পুলিশের হেফাজতে থাকা গুলিবিদ্ধ শাহেদ আহমদের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জকিগঞ্জ বিজিবি-১৯ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার গোলাম কবির, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. আবু সায়েম ও ভারতের সীমান্তরক্ষী বিএসএফ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিহত শাহেদ আহমদ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর ছেলে।

কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. আবু সায়েম সারাবাংলাকে জানান, পতাকা বৈঠক শেষে শাহেদ আহমদের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ থানায় আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে শাহেদ আহমদসহ আরও কয়েকজন কানাইঘাটের মঙ্গলপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করলে ভারতের খাসিয়াদের আধিপত্য বিস্তারে সেখানে গোলাগুলি হয়। এতে শাহেদ আহমদ নিহত হয়। এ খবর বিজিবি বিএসএফকে অবহিত করলে তারা মরদেহ নিয়ে যায় ও সেখানকার পুলিশ ময়নাতদন্ত সম্পন্ন করে।

জনপ্রিয়

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

সিলেটে খাসিয়াদের গুলিতে নিহত শাহেদের মরদেহ দিল বিএসএফ

প্রকাশের সময় : ০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত শাহেদ আহমদের মরদেহ পতাকা বৈঠকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বড়ছড়া এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে যৌথ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের মেঘালয় রাজ্য পুলিশের হেফাজতে থাকা গুলিবিদ্ধ শাহেদ আহমদের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জকিগঞ্জ বিজিবি-১৯ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার গোলাম কবির, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. আবু সায়েম ও ভারতের সীমান্তরক্ষী বিএসএফ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিহত শাহেদ আহমদ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর ছেলে।

কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. আবু সায়েম সারাবাংলাকে জানান, পতাকা বৈঠক শেষে শাহেদ আহমদের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ থানায় আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে শাহেদ আহমদসহ আরও কয়েকজন কানাইঘাটের মঙ্গলপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করলে ভারতের খাসিয়াদের আধিপত্য বিস্তারে সেখানে গোলাগুলি হয়। এতে শাহেদ আহমদ নিহত হয়। এ খবর বিজিবি বিএসএফকে অবহিত করলে তারা মরদেহ নিয়ে যায় ও সেখানকার পুলিশ ময়নাতদন্ত সম্পন্ন করে।