, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে : সাংবাদিক কর্মশালায় বক্তারা জৈন্তাপুরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলায় আদালতে মামলা দায়ের ‘সিলেটের পাথর কোয়ারির ইজারা স্থগিত এটা বৈষম্যের শামিল’ অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে : জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান নির্বাচনের আগেই বয়কট একাংশের : প্রশ্নবিদ্ধ সিলেট উইমেন চেম্বার সিলেটের ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি মারার ভিডিও ভাইরাল, তদন্তে কমিটি সিলেটে প্রতিবেশীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেত্রীর পদ স্থগিত আমেরিকা ইউরোপের ৫টি দেশসহ উচ্চ শিক্ষার জন্য তিন সহস্রাধিক রেজিষ্ট্রেশন স্থানীয় সরকার উপ-পরিচালকের দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটে সরকারি জায়গা দখলকারী বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ, তদন্তে কমিটি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ১০ নম্বর সাইট এলাকায় সরকারি জমি দখল করে বসানো হয়েছে অসংখ্য পাথর ভাঙার কল। গত ২৪ ফেব্রুয়ারি তোলাছবি: প্রথম আলো

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সরকারি জায়গা দখলকারী উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্তে জেলা বিএনপি তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে।

আজ বুধবার সকালে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘সম্প্রতি গণমাধ্যমে আপনার (সাহাব উদ্দিন) বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ প্রকাশিত হয়েছে, যা বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করেছে এবং সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী বলে বিবেচিত হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ দলের নীতি ও আদর্শের সঙ্গে অসংগতিপূর্ণ আচরণ পরিলক্ষিত হয়েছে।’

সাহাব উদ্দিনের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এর সুস্পষ্ট লিখিত ব্যাখ্যা আগামী সাত কার্যদিবসের মধ্যে দেওয়ার জন্য শোকজে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জবাব দিতে না পারলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে বলা হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে সাহাব উদ্দিনের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া সাহাব উদ্দিনকেও এ ঘটনায় লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। সুপারিশসহ তদন্ত প্রতিবেদন ও কারণ দর্শানোর জবাব পাওয়ার পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার গণমাধ্যমে ‘দখলসূত্রে সরকারি জমির মালিক বিএনপি নেতা’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের পর সিলেটে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর গতকাল মঙ্গলবার স্থানীয় প্রশাসন সরকারি জমি উদ্ধারে অভিযানে নামে। এ সময় প্রায় ৭০ একর জায়গা থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হয়। এসব স্থানে থাকা পাথর ভাঙার (স্টোনক্রাশার মিল) ছোট-বড় ১০০টি কল উচ্ছেদের পাশাপাশি প্রায় ৫০টি টিনশেড ঘর গুঁড়িয়ে দেওয়া হয়।

সাহাব উদ্দিনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন অভিযোগের তদন্তে জেলা বিএনপি তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে। এ কমিটিকে যথাযথ তথ্য-উপাত্ত সংগ্রহ করে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির সহসভাপতি আশিক উদ্দিনকে (আশুক)।

জনপ্রিয়

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

সিলেটে সরকারি জায়গা দখলকারী বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ, তদন্তে কমিটি

প্রকাশের সময় : ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ১০ নম্বর সাইট এলাকায় সরকারি জমি দখল করে বসানো হয়েছে অসংখ্য পাথর ভাঙার কল। গত ২৪ ফেব্রুয়ারি তোলাছবি: প্রথম আলো

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সরকারি জায়গা দখলকারী উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্তে জেলা বিএনপি তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে।

আজ বুধবার সকালে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘সম্প্রতি গণমাধ্যমে আপনার (সাহাব উদ্দিন) বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ প্রকাশিত হয়েছে, যা বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করেছে এবং সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী বলে বিবেচিত হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ দলের নীতি ও আদর্শের সঙ্গে অসংগতিপূর্ণ আচরণ পরিলক্ষিত হয়েছে।’

সাহাব উদ্দিনের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এর সুস্পষ্ট লিখিত ব্যাখ্যা আগামী সাত কার্যদিবসের মধ্যে দেওয়ার জন্য শোকজে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জবাব দিতে না পারলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে বলা হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে সাহাব উদ্দিনের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া সাহাব উদ্দিনকেও এ ঘটনায় লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। সুপারিশসহ তদন্ত প্রতিবেদন ও কারণ দর্শানোর জবাব পাওয়ার পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার গণমাধ্যমে ‘দখলসূত্রে সরকারি জমির মালিক বিএনপি নেতা’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের পর সিলেটে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর গতকাল মঙ্গলবার স্থানীয় প্রশাসন সরকারি জমি উদ্ধারে অভিযানে নামে। এ সময় প্রায় ৭০ একর জায়গা থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হয়। এসব স্থানে থাকা পাথর ভাঙার (স্টোনক্রাশার মিল) ছোট-বড় ১০০টি কল উচ্ছেদের পাশাপাশি প্রায় ৫০টি টিনশেড ঘর গুঁড়িয়ে দেওয়া হয়।

সাহাব উদ্দিনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন অভিযোগের তদন্তে জেলা বিএনপি তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে। এ কমিটিকে যথাযথ তথ্য-উপাত্ত সংগ্রহ করে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির সহসভাপতি আশিক উদ্দিনকে (আশুক)।