সিলেট গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ কোটি নয় মোট ২১ কোটি টাকার পণ্যের চালান জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার বিজিবির ৪৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় মহানগরের আখালিয়ায় সিলেট বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় উদ্ধার হওয়ার পণ্যে বাজারমূল্য আনুমানিক ১২ কোটি টাকা।
এটি সিলেট সীমান্ত থেকে উদ্ধার হওয়া এ যাবৎকালের সর্ববৃহৎ চোরাই পণ্যের চালান বলে নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি জানায়, মঙ্গলবার বিজিবির ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্ন স্থান থেকে এ চালান জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, বিপুল পরিমাণ শাড়ী, লেহেঙ্গা, থান কাপড়, কসমেটিক্স, জিরা, বাসমতি চাল, চিনি, কমলা, পোস্তদানা, কাজুবাদাম ও কিসমিস। যার বাজারমূল্য ২১ কোটি টাকা।