সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও মউশিক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইন ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫৫। মৃত্যুকালে তিনি ১ ছেলে, মেয়েসহ অসখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন মউশিক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ক্বারী নুর মোহাম্মদ মন্ডর ইদু, সহ-সভাপতি মাওলানা আবু সালেহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে এম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজমুল হক নসিব, কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া, সিলেট জেলা কমিটির সভাপতি হাফিজ মাওলানা নওফেল আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান, হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী, সাধারণ সম্পাদক মাওলানা তোফাজ্জল হক, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা মমতাজ উদ্দিন, সাধারণত সম্পাদক মাওলানা মাঈন উদ্দিন, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম সিদ্দিকী, সাধারণত সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরীসহ নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম মোহাম্মদ আবুল হোসাইন একজন ভালো মানুষ ছিলেন। তিনি দেশ ও সমাজের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছেন। আমরা তাহার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, মরহুমের জানাজার নামাজ শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুম’আ খালপার জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি