, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে : সাংবাদিক কর্মশালায় বক্তারা জৈন্তাপুরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলায় আদালতে মামলা দায়ের ‘সিলেটের পাথর কোয়ারির ইজারা স্থগিত এটা বৈষম্যের শামিল’ অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে : জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান নির্বাচনের আগেই বয়কট একাংশের : প্রশ্নবিদ্ধ সিলেট উইমেন চেম্বার সিলেটের ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি মারার ভিডিও ভাইরাল, তদন্তে কমিটি সিলেটে প্রতিবেশীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেত্রীর পদ স্থগিত আমেরিকা ইউরোপের ৫টি দেশসহ উচ্চ শিক্ষার জন্য তিন সহস্রাধিক রেজিষ্ট্রেশন স্থানীয় সরকার উপ-পরিচালকের দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে
সিলেটে শেষ হলো ফ্যাকড-ক্যাব’র দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষামেলা

আমেরিকা ইউরোপের ৫টি দেশসহ উচ্চ শিক্ষার জন্য তিন সহস্রাধিক রেজিষ্ট্রেশন

সিলেটে দুদিনের শিক্ষা মেলায় বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডেনমার্ক, হাঙেরী, ফিনল্যান্ডেসহ কয়েকটি দেশে যেতে আগ্রহ বেশি। উচ্চ শিক্ষার জন্য রেজিষ্ট্রেশন করেছেন তিন সহস্রাধিক শিক্ষার্থী।

রোববার রাত ১২ টায় নগরীর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়
দেশের দ্বিতীয় সর্ববৃহৎ শিক্ষা মেলা। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সনামধন্য এজেন্সিগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণে অংশ নেন মেলার টাইটেল স্পনসর প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ রিটেইল শামীম মুর্শেদ, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান টিপু, জিএসপির কান্ট্রি ম্যানেজার ফয়সাল খান, পূবালী ব্যাংকের এজিএম হেড অফ ব্রাঞ্চ মাকসুদা বেগম, ফ্যাকড-ক্যাব সিলেট জোনের প্রেসিডেন্ট ফেরদৌস আলম, সেক্রেটারি আবু তৈয়ব দীপু ও ব্রিটিশ কাউন্সিলর সিলেটের প্রতিনিধি দল।

মেলার শেষ দিনেও শিক্ষার্থী ও অভিভাবকদের ছিল পর্যাপ্ত ভিড়। প্রতিটি স্টল ছিল কানায় কানায় পূর্ণ। স্টলের কনসালট্যান্টদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। ইউনিভার্সিটি অব সাউথ ওয়েল, পোর্টস মাউথ ইউনিভার্সিটি ও সানজিন ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। তাঁদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পেয়ে সন্তুষ্ট ছিলেন আগতরা।

ফেয়ার কনভেনার আবু তৈয়ব দীপু বলেন, শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে আমরা এই শিক্ষা মেলার আয়োজন করেছি। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা কোনো অসাধু চক্রের কাছে না গিয়ে বৈধভাবে সহজ প্রক্রিয়ায় প্রবাসে গিয়ে পড়ালেখা করে নিজেদের ক্যারিয়ার গড়বে। এই মেলায় এসে শিক্ষার্থীদের সরাসরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নিজেদের পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারার সুযোগ ছিল। অনেকে এই সুযোগ কাজেও লাগিয়েছেন।

এই মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামিম মোর্শেদ এ আয়োজন সম্পর্কে বলেন, বিদেশে পড়তে যাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করছে এবং বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যাংক হিসেবে ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীদের দ্রুত টিউশন ফি প্রেরণসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করছে প্রিমিয়ার ব্যাংক।

ফ্যাকড-ক্যাব সিলেট জোনের মেলার আয়োজক সাব কমিটির কনভেনার হিসেবে দায়িত্বে ছিলেন, এম এ হাফিজ, মোহাম্মদ আশরাফ হোসাইন পাটওয়ারী, পলাশ চক্রবর্তী, সৈয়দ কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার মো: জসিম উদ্দিন, নুরুজ্জামান মনি, আব্দুল্লাহ আল নোমান, জহিরুল ইসলাম রুবেল, ও রেজাউল হাই সাফওয়ানসহ ফ্যাকড-ক্যাব’র সদস্যবৃন্দ।

জনপ্রিয়

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

সিলেটে শেষ হলো ফ্যাকড-ক্যাব’র দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষামেলা

আমেরিকা ইউরোপের ৫টি দেশসহ উচ্চ শিক্ষার জন্য তিন সহস্রাধিক রেজিষ্ট্রেশন

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে

সিলেটে দুদিনের শিক্ষা মেলায় বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডেনমার্ক, হাঙেরী, ফিনল্যান্ডেসহ কয়েকটি দেশে যেতে আগ্রহ বেশি। উচ্চ শিক্ষার জন্য রেজিষ্ট্রেশন করেছেন তিন সহস্রাধিক শিক্ষার্থী।

রোববার রাত ১২ টায় নগরীর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়
দেশের দ্বিতীয় সর্ববৃহৎ শিক্ষা মেলা। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সনামধন্য এজেন্সিগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণে অংশ নেন মেলার টাইটেল স্পনসর প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ রিটেইল শামীম মুর্শেদ, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান টিপু, জিএসপির কান্ট্রি ম্যানেজার ফয়সাল খান, পূবালী ব্যাংকের এজিএম হেড অফ ব্রাঞ্চ মাকসুদা বেগম, ফ্যাকড-ক্যাব সিলেট জোনের প্রেসিডেন্ট ফেরদৌস আলম, সেক্রেটারি আবু তৈয়ব দীপু ও ব্রিটিশ কাউন্সিলর সিলেটের প্রতিনিধি দল।

মেলার শেষ দিনেও শিক্ষার্থী ও অভিভাবকদের ছিল পর্যাপ্ত ভিড়। প্রতিটি স্টল ছিল কানায় কানায় পূর্ণ। স্টলের কনসালট্যান্টদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। ইউনিভার্সিটি অব সাউথ ওয়েল, পোর্টস মাউথ ইউনিভার্সিটি ও সানজিন ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। তাঁদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পেয়ে সন্তুষ্ট ছিলেন আগতরা।

ফেয়ার কনভেনার আবু তৈয়ব দীপু বলেন, শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে আমরা এই শিক্ষা মেলার আয়োজন করেছি। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা কোনো অসাধু চক্রের কাছে না গিয়ে বৈধভাবে সহজ প্রক্রিয়ায় প্রবাসে গিয়ে পড়ালেখা করে নিজেদের ক্যারিয়ার গড়বে। এই মেলায় এসে শিক্ষার্থীদের সরাসরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নিজেদের পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারার সুযোগ ছিল। অনেকে এই সুযোগ কাজেও লাগিয়েছেন।

এই মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামিম মোর্শেদ এ আয়োজন সম্পর্কে বলেন, বিদেশে পড়তে যাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করছে এবং বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যাংক হিসেবে ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীদের দ্রুত টিউশন ফি প্রেরণসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করছে প্রিমিয়ার ব্যাংক।

ফ্যাকড-ক্যাব সিলেট জোনের মেলার আয়োজক সাব কমিটির কনভেনার হিসেবে দায়িত্বে ছিলেন, এম এ হাফিজ, মোহাম্মদ আশরাফ হোসাইন পাটওয়ারী, পলাশ চক্রবর্তী, সৈয়দ কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার মো: জসিম উদ্দিন, নুরুজ্জামান মনি, আব্দুল্লাহ আল নোমান, জহিরুল ইসলাম রুবেল, ও রেজাউল হাই সাফওয়ানসহ ফ্যাকড-ক্যাব’র সদস্যবৃন্দ।