ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারন সম্পাদক কবির আহমদকে শনিবার (১৮ এপ্রিল) রাতে প্যারালাক্স রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার রোটারি ক্লাব অব গ্র্যান্ড সিলেট’র পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব গ্র্যান্ড সিলেটের প্রেসিডেন্ট শেখ মানশাহ আহমদ।রোটারি ক্লাব অব গ্র্যান্ড সিলেটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি রোটারিয়ান কবির আহমদ বলেন, রোটারিয়ানরা সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক কাজের মাধ্যমে যে ইতিবাচক নজির স্থাপন করেছেন তা অতুলনীয়। সুখে দুঃখে ও নানা সংকটে সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করায় সহ পাটি রোটারিয়ানদের ধন্যবাদ জানান তিনি।
পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব অগ্রযাত্রায় রোটারিয়ানদের সম্পৃক্ত থাকতে আহ্বান জানান কবির আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।রোটারি ক্লাব অব গ্র্যান্ড সিলেটের পাস প্রেসিডেন্ট রিপন চন্দ সরকার, মোহাম্মদ জামাল বক্স,আলতাফ হোসেন ফয়ছল,মিছবাহ উদ্দিন রনি,সাধারণ মস্পাদক মো.বশির উদ্দিন,সহ সাধারণ সম্পাদক খুরশেদ আলম তালুকদার,সার্জেন্ট
মিজানুর রহমান,সদস্য মো.লিটন মিয়া প্রমূখ।