, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে : সাংবাদিক কর্মশালায় বক্তারা জৈন্তাপুরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলায় আদালতে মামলা দায়ের ‘সিলেটের পাথর কোয়ারির ইজারা স্থগিত এটা বৈষম্যের শামিল’ অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে : জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান নির্বাচনের আগেই বয়কট একাংশের : প্রশ্নবিদ্ধ সিলেট উইমেন চেম্বার সিলেটের ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি মারার ভিডিও ভাইরাল, তদন্তে কমিটি সিলেটে প্রতিবেশীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেত্রীর পদ স্থগিত আমেরিকা ইউরোপের ৫টি দেশসহ উচ্চ শিক্ষার জন্য তিন সহস্রাধিক রেজিষ্ট্রেশন স্থানীয় সরকার উপ-পরিচালকের দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

কানাইঘাটে ব্রীজের কাজ ফেলে উধাও ঠিকাদারী প্রতিষ্ঠান

এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমরি খালের উপর ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজের কাজ ফেলে ঠিকাদারী প্রতিষ্ঠান উধাও হয়ে যাওয়ায় ব্রীজ নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে।

জানা যায়, ২০২২ সালের শুরুতে সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার মানুষের দাবীর প্রেক্ষিতে আমরি খালের উত্তর লক্ষীপ্রসাদ ও কুওরঘরি গ্রামের মধ্যখানে অবস্থিত এলজিইডির অর্থায়নে আমরি খালের ব্রীজের ভিত্তি প্রস্তর করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান পুরোদমে কাজ শুরু করলেও অনুমানিক ২ বছর পূর্বে ব্রীজের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নির্মাণ কাজ বন্ধ করে যন্ত্রপাতি নিয়ে সটকে পড়েন। এই সুযোগে স্থানীয় কিছু লোকজন ব্রীজের পাশে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকার রড, এলসির পাথর লুট করে নিয়ে যায়।

স্থানীয় লোকজন জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ব্রীজের আংশিক কাজ করে চলে যাওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী আমরি খালের উপর ব্রীজ নির্মাণ কবে সম্পন্ন হবে এ নিয়ে হতাশা দেখা দিয়েছে।

স্থানীয় লক্ষীপ্রসাদ গ্রামের বাসিন্দা চড়িপাড়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মুজম্মিল আলী ও জুলাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিব্বির আহমদসহ আরো অনেকে বলেন, ব্রীজের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে এমন আশায় ছিলেন। কিন্তু ব্রীজের কাজ ফেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন চলে যাওয়ায় ব্রীজের কাজ দ্রুত আবার শুরু করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ২০২২ সালে প্রথম দিকে ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে আমরি খালের উপর ব্রীজের কাজ এলজিইডি সিলেটের অর্থায়নে শুরু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান যথারীতি ব্রীজের কাজ শুরু করে এবং ২৭টি পাইলিং এর কাজ সম্পন্ন হওয়ার পর ঠিকাদার কাজ ফেলে চলে যান। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর আমরি খালের উপর পুনরায় ব্রীজের কাজ সম্পন্ন করতে আবারো টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে উপজেলা প্রকৌশলী আবু হানিফা জানিয়েছেন।

জনপ্রিয়

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

কানাইঘাটে ব্রীজের কাজ ফেলে উধাও ঠিকাদারী প্রতিষ্ঠান

প্রকাশের সময় : ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমরি খালের উপর ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজের কাজ ফেলে ঠিকাদারী প্রতিষ্ঠান উধাও হয়ে যাওয়ায় ব্রীজ নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে।

জানা যায়, ২০২২ সালের শুরুতে সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার মানুষের দাবীর প্রেক্ষিতে আমরি খালের উত্তর লক্ষীপ্রসাদ ও কুওরঘরি গ্রামের মধ্যখানে অবস্থিত এলজিইডির অর্থায়নে আমরি খালের ব্রীজের ভিত্তি প্রস্তর করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান পুরোদমে কাজ শুরু করলেও অনুমানিক ২ বছর পূর্বে ব্রীজের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নির্মাণ কাজ বন্ধ করে যন্ত্রপাতি নিয়ে সটকে পড়েন। এই সুযোগে স্থানীয় কিছু লোকজন ব্রীজের পাশে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকার রড, এলসির পাথর লুট করে নিয়ে যায়।

স্থানীয় লোকজন জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ব্রীজের আংশিক কাজ করে চলে যাওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী আমরি খালের উপর ব্রীজ নির্মাণ কবে সম্পন্ন হবে এ নিয়ে হতাশা দেখা দিয়েছে।

স্থানীয় লক্ষীপ্রসাদ গ্রামের বাসিন্দা চড়িপাড়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মুজম্মিল আলী ও জুলাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিব্বির আহমদসহ আরো অনেকে বলেন, ব্রীজের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে এমন আশায় ছিলেন। কিন্তু ব্রীজের কাজ ফেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন চলে যাওয়ায় ব্রীজের কাজ দ্রুত আবার শুরু করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ২০২২ সালে প্রথম দিকে ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে আমরি খালের উপর ব্রীজের কাজ এলজিইডি সিলেটের অর্থায়নে শুরু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান যথারীতি ব্রীজের কাজ শুরু করে এবং ২৭টি পাইলিং এর কাজ সম্পন্ন হওয়ার পর ঠিকাদার কাজ ফেলে চলে যান। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর আমরি খালের উপর পুনরায় ব্রীজের কাজ সম্পন্ন করতে আবারো টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে উপজেলা প্রকৌশলী আবু হানিফা জানিয়েছেন।