সিলেটের কোম্পানীগঞ্জে ৪০ লক্ষ টাকায় নির্মিত বক্স কালভার্ট উদ্বোধনের আগেই ভেঙ্গে গেছে। উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুল্লাহ খালের উপর নির্মিত ১১ মিটার দৈর্ঘ্য এই কালভার্টের দু’পাশের উইং ওয়াল কালভার্টের মূল অংশ থেকে আলাদা হয়ে গেছে। কাজের ত্রুটির কারণে এমনটি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
জানা যায়, ২০২০ সালে বাহাদুরপুর বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দিনের বাড়ির পাশে আব্দুল্লাহ খালের উপর ১১ মিটার দৈর্ঘ্য বক্স কালভার্টের অনুমোদন হয়। পিআইও অফিসের মাধ্যমে বাস্তবায়িত কালভার্টটি ৪০ লক্ষ ৫০ হাজার টাকায় কাজ পায় মেসার্স হক এন্টারপ্রাইজ। কিন্তু করোনা মহামারির কারণে তখন কাজ শুরু হয়নি। ২০২৪ সালের শেষের দিকে নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় ২০২৫ সালের জানুয়ারিতে। নির্মাণ কাজ শেষে কালভার্টের দু’পাশের উইং ওয়ালের ভিতর মাটি ভরাট করার সময় ভেঙ্গে যায় দু’পাশের উইং ওয়াল। কালভার্টের মূল অংশ থেকে আলাদা হয়ে যায় উইং ওয়াল। কাজের ত্রুটি আর নিম্নমানের মালামাল ব্যবহার করায় এমনটি ঘটেছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ১১ মিটার দৈর্ঘ্যের বক্স কালভার্টটির নির্মাণ কাজ শেষ। দু’পাশে উইং ওয়ালের ভিতর ভরাট করার জন্য কিছু মাটি ফেলা হয়েছে। মাটি ফেলার কারণে কালভার্ট থেকে উইং ওয়াল ভেঙ্গে আলাদা হয়ে গেছে। এবং কালভার্টের মধ্যেও ফাটল দেখা দিয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন বলেন, বক্স কালভার্টটি নির্মাণে ত্রুটি রয়েছে। একসাথে কালভার্ট ও উইং ওয়াল ঢালাই দিতে হয়। কিন্তু এটা আলাদা আলাদা ঢালাই দেওয়ায় উইং ওয়াল ভেঙ্গে গেছে। দু’পাশে রডের মাধ্যমে টানা দিয়ে এখন এটি মেরামত করা হবে।