কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ আনিছুজ্জামান বলেছেন,কৃষি ক্ষেত্রে প্রযুক্তি সঠিকভাবে কাজে লাগাতে পারলে কৃষকরা উপকৃত হবেন।প্রযুক্তির মাধ্যমে অধিক ফসল উৎপাদন করা সম্ভব।সকল প্রযুক্তি মাঠপর্যায়ে কৃষকদের মাঝে নিয়ে যেতে দায়িত্বপ্রাপ্তদের প্রতি আহবান জানান।কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাতে হলে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।সরকার কৃষকদের কৃষি খাতে ভর্তুকি দিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করে যাচ্ছে।
তিনি বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা চত্বরে ফ্রিপ’র অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দক্ষিণ সুরমা কতৃক আয়োজিত ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার গৌতম পালের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক,উপ- সহকারী কৃষি কর্মকর্তা আবুল হোসেন,কৃষক ছইদুর রহমান।
অনুষ্ঠানে ১১জন কৃষকের মধ্যে সম্মাননা পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র ঘোষ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) দীপক কুমার দাস স্টল পরিদর্শন করেন।এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কৃষি প্রযুক্তি মেলা পরিদর্শন করেন।