এসওএস শিশু পল্লী সিলেট কতৃক ২০২৪ সালের ২০০ বন্যার্তদের মধ্যে স্যানিটেশন সামগ্রি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে বালাগঞ্জ উপজেলার বাণীগাও মডেল স্কুলের আওতাধীন এলাকায় এসব সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণীগাও মডেল স্কুলের সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য শেখ বদরুজ্জমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ফকির, এসওএস শিশু পল্লীর কর্মকর্তা তানভীর আহমদ।
এসময় ৩শত বন্যার্তদের মধ্যে জনপ্রতি চার হাজার পাচশত,পাচ হাজার ও ছয় হাজার টাকা করে বিতরণ করা হয়।