সিলেটের বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে খেলার মাঠ থেকে ধরে পুলিশের কাছে সোর্পদ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার বিকালে ফাহিম আহমদ (২৫) নামে এ যুবককে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আটক করে পুলিশে দেয়া হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলার আসামী বলে পুলিশ নিশ্চিত করেছে।
ধৃত ফাহিম আহমদের বাড়ি বিয়ানীবাজার পৌরসভার দাসগ্রাম এলাকার শফিক উদ্দিনের ছেলে।
পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলতে ছিলেন ফাহিম। কাছাকাছি থাকা বৈষম্য বিরোধী ছাত্র জনতা তাকে দেখে চেনে ফেলেন। এ অবস্থায় পালানোর সুযোগ পাননি এ ছাত্রলীগ কর্মী। তাৎক্ষণিক তাকে আটক করে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ছাত্রলীগকর্মী ফাহিম আহমদ গত ৫ আগস্ট সরকার পতনের পর গুলিতে নিহত ময়নুল ইসলাম হত্যা মামলার (নং ০৭, তাং ২৬-০৮-২০২৪ইং) এজাহারভুক্ত আসামী। নিহতের স্ত্রী শিরিন বেগম থানায় এ মামলা দায়ের করেছিলেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি আশরাফ উজ জামান বলেন, ছাত্র জনতা আটক করে ফাহিমকে পুলিশের হাতে সোর্পদ করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।