বিশ্বনাথে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন যেখানেই আওয়ামীলীগ সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে তার দোসররা এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে উপজেলা-পৌর যুবদল,সেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বক্তারা এসব কথা বলে, রোববার বাদ মাগরিব পৌর শহরের আল-হেরা শপিং সিটির সামন থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পৌর শহরের বাসিয়া সেতুর মুখে প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় বক্তারা আরো বলেন, ফ্যাসিস্টদের দোসররা এখনও দেশে বিভিন্ন অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। এ দেশে স্বৈরাচার হাসিনার কোনো জায়গা হবে না। আমরা প্রতিরোধ গড়ে তুলবো। সিলেটের কোটি মানুষের নেতা ইলিয়াস আলীর জন্মভূমি বিশ্বনাথে আওয়ামী লীগের আর ঠাই হবে না।
পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেলের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান আলী, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ, উপজেলা কৃষকদলের আহবায়ক সুমন মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ।
এসময় উপজেলা, পৌর যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।