সিলেটের বিশ্বনাথে ‘ডেভিল হান্ট’ অপারেশনে উপজেলা ছাত্রলীগ নেতা জুবেদ আহমদ আসলাম (২২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে পৌরসভা এলাকার জানাইয়া গ্রামের আবদুল মালিকের ছেলে।
রোববার (২০ এপ্রিল) বিকেলে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ পৌর শহরের আল-হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা জুবেদ আহমদ আসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বিশ্বনাথ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামিকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দ্রæত বিচার আইনে থানায় মামলা রয়েছে। মামলা নং ৭৬/২৪। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এরপর থেকে সে পলাতক ছিল।
ছাত্রলীগ নেতা গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ডেভিল হান্টের অপারেশনে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিশ্বনাথ পৌর শহরের আল-হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ১৮ আগস্ট শপিং সিটির চেয়ারম্যান ছাদেকুর রহমান বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৮৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়।