সিলেটের বিশ্বনাথে অভ্যান্তরীণ বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এর উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়। এবছর ৩৬ টাকা কেজি ধরে ৪৬৮ মেট্রিক টন ধান ও ৪৯ টাকা কেজি ধরে ১২৪ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করবে উপজেলা খাদ্য গুদাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অঞ্জন কুমার দাস, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) মনোয়ার হোসেন ও মিল মালিক অমর খান।
ওইদিন উদ্বোধনী অনুষ্টানে ৩ হাজার কেজি ধান বিক্রি করেন পৌরসভার পশ্চিম চান্দশির কাপন গ্রামের কৃষক নছির মিয়া।