মৌলভীবাজারে ছাত্রলীগের সাবেক নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হামলা ও হত্যাসহ পাঁচটি মামলার অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে বলে জানানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত রোববার দিবাগত রাতে বড়হাট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আনিসুলকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
আনিসুলের বিরুদ্ধে ২০১৭ সালের ৭ ডিসেম্বর মৌলভীবাজারে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল থেকে উদ্ভূত একটি জোড়া খুনের মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগেও একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।
মৌলভীবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ উদ্দিন বলেন, ‘আনিসুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা রিমান্ড আবেদন করব।’
স্থানীয় সূত্রগুলো জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আনিসুল আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পর তাকে গ্রেফতারের ঘটনাকে পুলিশ সাফল্য হিসেবে দেখছে।