মৌলভীবাজার সদর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২২ এপ্রিল গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার কাউয়াদিঘি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, আখাইলকুড়া ইউনিয়নের পাগুরিয়া গ্রামের তাজুদ মিয়ার ছেলে মিলাদ মিয়া (৩৫) হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যু হয়। আখাইলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম আহমদ জানান, মঙ্গলবার দুপুরের দিকে কৃষক মিলাদ মিয়া কাউয়াদিঘি হাওর এলাকায় তার বাবা ও ভাইদের সাথে পাকা বোরো ধান কাটতে গেলে হঠাৎ বৃষ্টির সাথে প্রচন্ড বজ্রপাত শুরু হয়।
এসময় তিনি বজ্রপাতে গুরুতর আহত হলে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিলাদ মিয়ার ৬ বছরের একটি মেয়ে ও আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। কৃষক মিলাদ মিয়ার মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে।