মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে জামেয়াতুল ফালাহ মাদ্রাসার নিরীহ ছাত্র শিক্ষকদের উপর এলোপাথারি হামলা চালায়। হামলায় শিক্ষক ও ছাত্র সহ ৪ জন আহত হন। হামলার ঘটনায় ১টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রসা কমিটির লোকজনের সাথে বিরোধের জের ধরে স্থানীয় সন্ত্রাসী চাঁন মিয়া নেতৃত্বে হামলা হয়। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন মাদ্রসার প্রিন্সিপাল মুফতি ওযিরুল ইসলাম মাসুদ, মাওলানা গিলমান আহমদ, ছাত্র শিপন আহমদ ও অফিস সহকারী রাহেল আহমেদ।
তাদেরকে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। জামেয়াতুল ফালাহ শেরপুর মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মো: চাঁন মিয়া ও তার সহ যোগীদের বাকবিতন্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে তার সংঘবদ্ধ হয়ে তারা মাদ্রাসায় হামলা চালায়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মো: চাঁন মিয়া, আব্দুল হামিদ ও খালেদ মিয়াকে গ্রেপ্তার করে। আটকের পর চাঁন মিয়ার বাড়িতে তল্লাশী চালিয়ে ১টি পাইপগান, চায়নিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় আস্ত্র উদ্ধার করেন যৌথবাহিনীর সদস্যরা।