দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের শাহ সিকন্দর নিবাসী, প্রাক্তন ছাত্রশিবির নেতা বর্তমান ফ্রান্স প্রবাসী লায়েক আহমদ এবং শাহেদ আহমেদের পিতা বিশিষ্ট সমাজসেবী বাবুল মিয়া আর নেই। ( ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মঙ্গলবার বিকাল ৩টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মরহুমের জানাজার নামাজ আজ রাত ১০ ঘটিকার সময় শাহ সিকন্দর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।
বিশিষ্ট মুরব্বী বাবুল মিয়ার মৃত্যুতে লালাবাজার ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় লালাবাজার ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আব্দুল মুহিত, সেক্রেটারি মোহাম্মদ ফয়জুর রহমান শামীম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।