, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ সিলেটবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন : উপদেষ্টা শেখ বশির দ্রুততম সেবা প্রদানে সিলেট বিভাগের ১ম কোম্পানীগঞ্জ ভূমি অফিস সিলেটের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিবাদের দোসররা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে বিয়ানীবাজারে ভাতিজার হাতে চাচা খুন সিলেট বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন সুনামগঞ্জে বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে সুলফি দিয়ে খুন সন্ধ্যায় সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিবে কার্গো ফ্লাইট কোম্পানীগঞ্জে পাথর কোয়ারীর হরিলুটে বিএনপি নেতারা, বন্ধে মাঠে নামলো যৌথবাহিনী বিশ্বনাথে আপন ভাইসহ ৩ পলাতক আসামি গ্রেপ্তার সিলেট বিমানবন্দরে কার্গো ফ্লাইট উদ্বোধন রোববার, থাকবেন রাষ্ট্রদূত মুশফিক
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সন্ধ্যায় সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিবে কার্গো ফ্লাইট

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হচ্ছে কার্গো ফ্লাইট।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা বাংলাদেশ বিমানের কার্গো ফ্লাইটটির। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রধান অতিথি হিসেবে কার্গো ফ্লাইটের উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বেবিচক সূত্রে জানা যায়, সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর ক্যাটাগরি-১-এ উন্নীত হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (আইকাও) একটি প্রতিনিধি দল বিমানবন্দর দু’টি পরিদর্শন করে এ ঘোষণা দেয়।

এ দুটি বিমানবন্দর দিয়ে কার্গো ফ্লাইট চালু হলে একদিকে যেমন রপ্তানিকারকদের ভোগান্তি কমবে, তেমনি রক্ষা পাবেন বাড়তি খরচ থেকে। সেই সঙ্গে পণ্য দ্রুত আমদানিকারক দেশে পৌঁছানো যাবে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। আজ সন্ধ্যায় কার্গো ফ্লাইট চালু হতে যাচ্ছে। কার্গো ফ্লাইট চালুর জন্য বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদারসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কার্গো ফ্লাইটে শুধু পণ্য থাকবে। কোনো যাত্রী থাকবে না। কার্গো ফ্লাইট চালু হলে ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে বৃহত্তর সিলেট অঞ্চলের জন্য নতুন যুগের সূচনা হবে।

জনপ্রিয়

আজ সিলেটবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন : উপদেষ্টা শেখ বশির

সন্ধ্যায় সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিবে কার্গো ফ্লাইট

প্রকাশের সময় : ১৭ ঘন্টা আগে

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হচ্ছে কার্গো ফ্লাইট।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা বাংলাদেশ বিমানের কার্গো ফ্লাইটটির। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রধান অতিথি হিসেবে কার্গো ফ্লাইটের উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বেবিচক সূত্রে জানা যায়, সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর ক্যাটাগরি-১-এ উন্নীত হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (আইকাও) একটি প্রতিনিধি দল বিমানবন্দর দু’টি পরিদর্শন করে এ ঘোষণা দেয়।

এ দুটি বিমানবন্দর দিয়ে কার্গো ফ্লাইট চালু হলে একদিকে যেমন রপ্তানিকারকদের ভোগান্তি কমবে, তেমনি রক্ষা পাবেন বাড়তি খরচ থেকে। সেই সঙ্গে পণ্য দ্রুত আমদানিকারক দেশে পৌঁছানো যাবে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। আজ সন্ধ্যায় কার্গো ফ্লাইট চালু হতে যাচ্ছে। কার্গো ফ্লাইট চালুর জন্য বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদারসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কার্গো ফ্লাইটে শুধু পণ্য থাকবে। কোনো যাত্রী থাকবে না। কার্গো ফ্লাইট চালু হলে ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে বৃহত্তর সিলেট অঞ্চলের জন্য নতুন যুগের সূচনা হবে।