সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা ও উপজেলা সংগঠকদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ এপ্রিল, শনিবার সন্ধ্যা ৫টায় সিলেট নগরীর উপশহরস্থ হোটেল গার্ডেন ইন-এ এক সভা অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার সদস্য সচিব নুরুল ইসলামের সঞ্চালনায় সভা শুরু হয়। সিলেট জেলা যুব সংগঠক ছালিম আহমদ খানের কুরআন তেলাওয়াত এবং জুলাই ওয়ারিয়র্সের আহ্বায়ক রেদওয়ান রাফির দেশের গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
সভায় সিলেট জেলা সংগঠক নাজিম উদ্দিন শাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ।
প্রধান অতিথি ছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার মূখ্য সংগঠক নাইম শেহজাদ, যুবনেতা আবূ সাঈদ, যূব নেতা মাহবুবুর রাহমান, কেন্দ্রীয় শ্রমিক উইংসের নেতা শিব্বির আহমদ।
সভায় বক্তারা সরকারি প্রতিষ্ঠানে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের অভিযোগ তোলেন এবং জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবি জানান। এনসিপি নেতারা আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন, যার মধ্যে রয়েছে উপজেলায় মিছিল, সমাবেশ এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি জেলা সংগঠক নুরুল হক, জহুরুল ইসলাম, ফয়সল আহমদ, দেলোয়ার হোসেন রনি, সামসুজ্জামান হেলাল, হিফজুর রাহমান, রহিম আহমেদ, যুবনেতা শাহরিয়ার ইমন রনি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ওয়াহিদ উমায়ের, রোটারেক্ট কিবরিয়া আহমেদ, লন্ডন প্রবাসী ও এনসিপির সংগঠক মাহবুবুর রাহমান, ইঞ্জিনিয়ার কামরুল আরিফ, যুবনেতা কামরান আহমেদ জায়গীরদার, স্রমিক নেতা লোকমান আহমেদ, যুবনেতা ফোয়াদ আলম, ছাত্রনেতা জুবায়ের আহমেদ, উপজেলা সংগঠক ফখরুল ইসলাম, সাগর কর্মকার সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এনসিপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা শাখা গঠনের প্রস্তুতি। প্রতিটি ইউনিয়নে সফর ও মতবিনিময় সভা আয়োজন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য ন্যায়বিচার দাবি। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ। মে দিবসে সিলেট শহীদ মিনার থেকে র্যালি ও আলোচনা সভা আয়োজন।
ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ বলেন, “সিলেটের সরকারি প্রতিষ্ঠানগুলোতে এখনও ফ্যাসিবাদের দোসররা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেব।
উপস্থিত নেতারা দলকে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সংগঠিত করার আহ্বান জানান এবং জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই সভার মাধ্যমে এনসিপি সিলেট অঞ্চলে তাদের রাজনৈতিক কার্যক্রম আরও জোরদার করতে প্রস্তুত হচ্ছে বলে জানা গেছে।