সিলেটের সুরমা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সঙ্গে থাকা মোবাইল ফোনের সিম কার্ড দিয়ে যার পরিচয় শনাক্ত করার কথা বলছে পুলিশ।
শুক্রবার বেলা তিনটার দিকে নগরীর শাহজালাল ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান।
নিহত শেখ সরওয়ার হোসেন (৫৮) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মিরপুর এলাকার মৃত শেখ সাবের হোসেনের ছেলে। তিনি ঢাকার মতিঝিল থানাধীন টিঅ্যান্ডটি কলোনি এলাকায় বসবাস করতেন।
দুপুরে স্থানীয় লোকজন ব্রিজের নিচে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় লাশটি উদ্ধার করে।
ওসি মিজানুর রহমান বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সঙ্গে দুটি বাটন মোবাইল সেটে ব্যবহৃত সিম কার্ড থেকে তার পরিচয় মিলেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে; তারা থানায় আসছেন।