‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটি সিলেট জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন করেছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা জজ মাহমুদুল হাসান।
এরপর বিচারকরা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, সিভিল সার্জন, কারা কর্তৃপক্ষ, সিলেট জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা, জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীরা, স্কাউটস, সিলেট জেলা কমিটির সদস্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী বেসরকারি সংস্থার সদস্য, বিচারপ্রার্থী জনগণ এবং আদালতের সহায়ক কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
পরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সভা কক্ষে দিবসের তাৎপর্য ও গুরুত্ব বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেটের ভারপ্রাপ্ত জেলা জজ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ বিশ্বেশ্বর সিংহ।
সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু ওবাইদা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ.ন.ম ইলিয়াস, সিলেট, ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ রাজীব কুমার বিশ্বাস, শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) নূরুল আলম মোহাম্মদ নিপু, বিভাগীয় বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) মো. শাহাদাৎ হোসেন প্রামাণিক, প্যানেল আইনজীবী সৈয়দা শিরিন আক্তার, আইন বিভাগ, লিডিং ইউনিভার্সিটি আইন বিভাগের প্রভাষক সাবেরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, জেলা পাবলিক প্রসিকিউটর মো. আশিক উদ্দিন, মহানগর পাবলিক প্রসিকিউটর বদরুল আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।