সিলেটের দক্ষিণ সুরমায় রিপল আহমদ (৪২) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা। তিনি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিজ সিলাম পয়েন্টে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত রিপল আহমদ উপজেলার সিলাম ইউনিয়নের টিকরপাড়া গ্রামের শমেসের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজনীতির পাশাপাশি গাছ ও কাঠের ব্যবসা করতেন রিপল। রাতে তিনি নিজের অফিসের সামনে বসেছিলেন। এমন সময় ৫০/৬০ জনের একদল দুর্বৃত্ত এসে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে তার বাম পা ভেঙে দেন এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মৃত ভেভে ফেলে রেখে যান। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্র জানায়, রিপলের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকটি কোপ দেওয়া হয়েছে, বাম পা ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে হাড় ফেটে গেছে।
অভিযোগ উঠেছে, বিএনপির প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। তাদের বেশ কয়েকজনকে তারা চিনতে পেরেছেন বলেও জানা গেছে।
আহত রিপল আহমদের ছোট ভাই খোকন আহমদ বলেন, আমার ভাই হামলার শিকার হয়েছেন শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে পাইনি। এর আগেই আমার ভাইকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে ভাইয়ের অবস্থা গুরুতর দেখতে পাই।
এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও কেউ মামলা দায়ের করেননি। মামলা হলে পুলিশ ব্যবস্থা নেবে।