সিলেটে বিস্ফোরক মামলার আসামি সিলেট মহানগর যুবলীগ নেতা রাহুল দেবনাথকে (৩৫) গ্রেপ্তার করেছে এসএমপি কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৪টার দিকে জিন্দাবাজার এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার রাহুল দেবনাথ নগরীর জিন্দাবাজার গোবিন্দ জিউর আখড়া এলাকার জিতেন দেবনাথের ছেলে। তিনি মহানগর যুবলীগের সক্রিয় নেতা।
এদিকে গ্রেপ্তারের পর তাকে বৃহস্পতিবার বিকালে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠনোর নির্দেশ দেন। এছাড়াও গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা রয়েছে তার।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘রাহুল দেবনাথকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠান।’ এছাড়া মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।