সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ বলেছেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সুন্দর সমাজ বিনির্মানে জামায়াত কর্মীদের আরো অগ্রসর ভূমিকা পালন করতে হবে। ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির লক্ষে ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। তিনি বাংলাদেশকে ইসলামী জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে সবাইকে ময়দানে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি শনিবার বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী
দক্ষিণ সুরমা উপজেলা শাখা কতৃক চন্ডীপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি এম মুহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড.নুরুল ইসলাম বাবুল, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চল পরিচালক হাফিজ মাওলানা ফারুক আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ড.আনোয়ারুল ওয়াদুদ টিপু।
বক্তব্য রাখেন, সিলেট পশ্চিম জেলা শিবির সভাপতি মনিরুজ্জামান পিয়াস,দক্ষিণ সুরমা থানা জামায়াতের সাবেক আমীর ও সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেহান আহমদ হারিস, ওলামা মশায়েখ বিভাগের সভাপতি সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি বদরুল ইসলাম, সহ সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, আরব আমিরাত প্রবাসী আসাদুর রহমান আসাদ,যুক্তরাজ্য প্রবাসী মনসুর আহমদ,হারুন আহমদ,মোশাররফ হোসেন, সাউথ আফ্রিকা প্রবাসী আব্দুল মুমিন মুন্না,জাবের আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রুহুল আমিন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলার সবকটি ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ সুধিজন অংশ গ্রহণ করেন।