ওসমানী নগর উপজেলার দারুল উলুম ইসলাহুল বানাত ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি গঠনের লক্ষ্য গোপন ব্যালেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার দুপুরে এ উপলক্ষে মাদ্রাসার অফিস কক্ষে শিক্ষক মন্ডলীর উপস্থিতিতে এক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালীর সভাপতিত্বে সাধারণ সভা শেষে গোপন ব্যালেটের মাধ্যমে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।
নির্বাচিত প্রতিনিধিরা হলেন,রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাজিদা বেগম,বাংলা বিভাগের প্রভাষক আতাউর রহমান, সহকারী মৌলভী মোঃ কামরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন, অধ্যাপক মাওলানা ওয়াহিদ উদ্দিন আল মামুন, অধ্যাপক ব্যাসবন্ধু পাল,মাওলানা বশির আহমদ, মাওলানা ইকবাল আহমদ,মাওলানা কামরুল ইসলাম, সানমুন নাহার ছয়ফুল আহমদ মজিবুর রহমান, মাওলানা তারেক আহমদ, মাওলানা রোকন উদ্দিন, সুহেল আহমদ, মহব্বত আলী পারুল বেগম,কারী ইসমাইল, মুহাম্মদ কামরুল ইসলাম।
সভাশেষে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী বিশ্বের সকল নির্যাতিত মুসলমান ও মাদ্রাসার অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।