বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। ঈদের আনন্দ সকলের মাঝে ভাগ করে দিতে পারলেই কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।
তিনি সোমবার দক্ষিণ সুরমার রায়বান গ্রামে বিবি ট্রাস্ট-ব্যারিস্টার সালাম এর উদ্যোগে অন্তত তিন সহস্রাধিক মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ অনুষ্টানে এসব কথা বলেন। ব্যারিস্টার সালাম বলেন, সমাজের সকল মানুষকে নিয়েই আমাদেরকে ঈদ উদযাপন করতে হবে। বিশেষ করে গরীব অসহায় মানুষদের হক আদায় করতে হবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেক নেতাকর্মীকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। তাই নেতাকর্মীদেরকে আন্তরিকতার সাথে সমাজের অসহায় নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করতে হবে।
সাংবাদিক খালেদ মেহেদীর সঞ্চালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্টানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিবি ট্রাস্টের প্রতিষ্টাতা বেগম রওশন আরা বিবি, ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপি নেতা মাহমদ আলী, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেল, সহ সধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাসেল, বিএনপি নেতা আজাদ মিয়াসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ঈদ উপহার হিসেবে অন্তত তিন সহস্রাধিক মানুষের হাতে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ তুলে দেন ব্যারিস্টার এম এ সালাম ও উনার সহধর্মিনী বেগম রওশন আরা বিবি।