বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে সিলেট জেলার শহীদ পরিবারের মাঝে পুনাক’র ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় সিলেট পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে সিলেট জেলার শহীদ পরিবারের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট কর্তৃক ঈদ উপহার বিতরণ করা হয়।
সিলেট জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জনাব রুনা আফরোজের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে সিলেট জেলা পুলিশ অধিকৃত এলাকার ১২ জন শহীদ পরিবারের সদস্যগণকে ঈদ উপহার প্রদান করা হয়। উপহার বিতরণ শেষে শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার ।