সুনামগঞ্জের ছাতকে মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে মাওলানা শফিুকুর রহমান (৪২) নামে এক ইমামকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল রোববার (৯ মার্চ) দুপুরে অভিযুক্ত ইমামকে নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও (উত্তপাড়া) গ্রামের মসজিদের ইমাম ও খতিব।
মামলার এজহারে বলা হয়, পবিত্র রমজান মাসের শুরু থেকেই ইত্তেহাদুল কোররা বাংলাদেশের অধীনে উপজেলার বনগাঁও (উত্তপাড়া) গ্রামের মসজিদের ইমাম কোরআন শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোরআন শিখতে অনেক শিক্ষার্থীরাই এখানে ভর্তি হয়েছেন। ওই কোরআন শিক্ষায় এলাকার ১৭ বছর বয়সী এক কিশোরীকে নিয়মিতই উত্ত্যক্ত করতেন মসজিদের ইমাম মাওলানা শফিুকুর রহমান।
গত মঙ্গলবার ও শনিবার দুইদিন যোহরের নামাজের সময়ে ইমাম মাওলানা শফিুকুর রহমান তার কক্ষে নিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি প্রদান করেন।
শনিবার বিকেলে ভিকটিম ধর্ষণের বিষয়টি বাড়িতে জানানোর পর পরিবারের পক্ষ থেকে ওই ইমামকে জিজ্ঞাসাবাদ করিলে কোন সদুত্তর না দিয়ে তিনি ক্ষিপ্ত হয়ে উল্টো প্রাণনাশের হুমকি দেন। এবিষয়ে স্থানীয় মুরুব্বি ও ইউপি চেয়ারম্যানের পরামর্শে ভিকটিমের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের পর একই দিন বিকেলে ইমাম মাওলানা শফিকুর রহমানকে আটক করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ মামলার রুজুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত ইমামকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। রোববার সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (ওসিসি) শাখায় পাঠানো হয়েছে।