জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা বলেছেন, বন্যা ও দূর্যোগ মোকাবেলা এবং আগুন থেকে আমাদের পরিবার ও সমাজ-কে রক্ষা করতে হল জনগণের মধ্যে জনসেচতনতা বৃদ্ধি করা প্রয়োজন। বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
১০ মার্চ সোমবার সকালে জৈন্তাপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ বিভাগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জর্জ মিত্র চাকমা তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রশান্ত কুমার শাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাছিন আহমেদ চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) নুর মোহাম্মদ, উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) আবেদ হোসেন, জৈন্তাপুর ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আল-আমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিন্টু পুরকায়স্ত, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
অনুষ্ঠানে জৈন্তাপুর ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আল-আমিনের নেতৃত্বে এক অগুনী নিবারণের মহড়া প্রদর্শন করা হয়েছে।
সভা পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাহজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং ইউনিয়ন পরিষদের সকল প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় জন্মনিবন্ধন কার্যক্রম গতিশীল ও বাস্তবায়ন এবং সরকারি টিসিবি’র পন্য উপকারভোগী জনগণের মাঝে বন্ঠন ও সঠিক ভাবে তালিকা প্রণয়ন করতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণের প্রতি আহবান জানান।