মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে সিলেটে সচেতন নাগরিক বৃন্দের উদ্যোগে সোমবার সকাল সাড়ে এগারোটা নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুলে ঢাকা- সিলেট মহাসড়কের পাশে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
সমাজকর্মী মোহাম্মদ মোজাহিদ আহমদের সভাপতিত্বে ও সমাজকর্মী এস এম ফাহিম এর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সমাজকর্মী মোর্শেদ আহমদ, রেদওয়ানুর রহমান নাঈম, এম মাহফুজুর রহমান, কবির আহমদ জনি, মাহফুজুল হাসান ইব্রাহীম, রোহানুল গনি আনান, তোফায়েল আহমেদ, সালমান রাব্বী, রাসেল আহমদ, আনহার আহমদ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ সমাজকর্মী মারজান আহমেদ, রাহাদ আহমদ, আব্দুল বাছিত, আশফাক জামান রাজভীর, মোজাক্কির আহমদ মুহিত, নাহিদ আহমদ, শাহেদ আহমদ, দিহান, আবু বক্কর, রাহিম আহমদ, রনি আহমদ প্রমুখ ।
মানববন্ধনে চলাকালে বক্তারা বলেন, আমাদের সমাজের সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে। ধর্ষক হিটু শেখের ফাঁশি নিশ্চিত করার দাবি জানান এবং বাংলাদেশের যেকোন জায়গায় যেন কোন শিশু কিংবা নারী ধর্ষণের ঘটনা না ঘটে সে জন্য ধর্ষকের সর্বোচ্চ শাস্তির বিধান বাস্তবায়ন করা ।