মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনের পরীক্ষায় সিলেট বোর্ডে ৯৩৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
মাাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেটের উপপরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহম্মদ বাসস-কে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বোর্ডের অধীনে ১৫৪টি কেন্দ্রে একযোগে ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় ৮৩ হাজার ২১১ জন শিক্ষার্থীর মধ্যে ৮২ হাজার ২৭৭ জন অংশ নিয়েছে।
পরীক্ষায় অনুপস্থিতির হার এক দশমিক ১২ শতাংশ।
সিলেট জেলায় ৩২২ জন, হবিগঞ্জে ২১০ জন, মৌলভীবাজারে ১৯০ জন ও সুনামগঞ্জ জেলায় ২১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এর আগে, গত ১০ এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় ৮৭৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে সিলেট জেলায় ৩০১ জন, হবিগঞ্জে ১৯৫, মৌলভীবাজারে ১৮৩ এবং সুনামগঞ্জে ১৯৯ জন।
অসাধুপায় অবলম্বনের অভিযোগে মৌলভীবাজার জেলার একটি কেন্দ্রে এক জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এবারের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৯৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মোট এক লাখ দুই হাজার ৮৭২ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ৪২ হাজার ৫৩ জন ও ছাত্রী ৬০ হাজার ৮১৯ জন।
শিক্ষাবোর্ড জানিয়েছে, প্রতিদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য ছয়টি ভিজিল্যান্স টিম ও কলেজ শিক্ষকদের সমন্বয়ে ১৯টি বহিঃভিজিল্যান্স টিম রয়েছে।
১৫৪টি কেন্দ্রের মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২৬ ও হবিগঞ্জে রয়েছে ৩৩টি। এবার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৯৪৫টি। এরমধ্যে সিলেটে ৩৬১টি, সুনামগঞ্জে ২২৬টি, মৌলভীবাজারে ১৯০টি ও হবিগঞ্জে ১৬৮টি।