, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘সিলেটের পাথর কোয়ারির ইজারা স্থগিত এটা বৈষম্যের শামিল’ অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে : জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান নির্বাচনের আগেই বয়কট একাংশের : প্রশ্নবিদ্ধ সিলেট উইমেন চেম্বার সিলেটের ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি মারার ভিডিও ভাইরাল, তদন্তে কমিটি সিলেটে প্রতিবেশীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেত্রীর পদ স্থগিত আমেরিকা ইউরোপের ৫টি দেশসহ উচ্চ শিক্ষার জন্য তিন সহস্রাধিক রেজিষ্ট্রেশন স্থানীয় সরকার উপ-পরিচালকের দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন সুনামগঞ্জ হাওরে ঘাস খাওয়াতে নিয়ে গরুসহ বজ্রপাতে কলেজছাত্র নিহত সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মামুন বরখাস্ত বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

তরুণ ৩০ হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় ৩০ হাজার তরুণ যোদ্ধাকে নিয়োগ দিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়ার বরাতে এ খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসেম ব্রিগেডে তাদের যুক্ত করা হয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নিয়োগকৃত এসব যোদ্ধাকে গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে তাদের শহুরে যুদ্ধ, রকেট নিক্ষেপ এবং বিস্ফোরক স্থাপন ছাড়া অন্য কোনো সামরিক দক্ষতা নেই বলে দাবি করেছে আল আরাবিয়া।

এই যোদ্ধাদের কোন সময় নিয়োগ দেওয়া হয়েছে সেটি স্পষ্ট করে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের সময় তাদের দলভুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আসছে ইসরায়েলি সেনারা। এছাড়া তারা তাদের জিম্মিদের মুক্ত করার চেষ্টা করছে। তবে দেড় বছরের বেশি সময় ধরে বর্বর হামলা চালিয়েও এখন পর্যন্ত পুরোপুরি গাজার নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা। এছাড়া জিম্মিদেরও মুক্ত করতে ব্যর্থ হয়েছে দখলদার বাহিনী। যদিও সাম্প্রতিক সময়ে গাজা-ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলগুলো দখল করতে সমর্থ হয়েছে তারা। এতে করে গাজার প্রায় অর্ধেক অংশ এখন ইসরায়েলিদের নিয়ন্ত্রণে রয়েছে। এসব অঞ্চলে থাকা সব ঘরবাড়ি ধ্বংস করে সেখানে ‘বাফার জোন’ তৈরি করেছে ইসরায়েল। যেখানে গাজার কোনো মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না দখলদাররা।

জনপ্রিয়

‘সিলেটের পাথর কোয়ারির ইজারা স্থগিত এটা বৈষম্যের শামিল’

তরুণ ৩০ হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস

প্রকাশের সময় : ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় ৩০ হাজার তরুণ যোদ্ধাকে নিয়োগ দিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়ার বরাতে এ খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসেম ব্রিগেডে তাদের যুক্ত করা হয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নিয়োগকৃত এসব যোদ্ধাকে গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে তাদের শহুরে যুদ্ধ, রকেট নিক্ষেপ এবং বিস্ফোরক স্থাপন ছাড়া অন্য কোনো সামরিক দক্ষতা নেই বলে দাবি করেছে আল আরাবিয়া।

এই যোদ্ধাদের কোন সময় নিয়োগ দেওয়া হয়েছে সেটি স্পষ্ট করে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের সময় তাদের দলভুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আসছে ইসরায়েলি সেনারা। এছাড়া তারা তাদের জিম্মিদের মুক্ত করার চেষ্টা করছে। তবে দেড় বছরের বেশি সময় ধরে বর্বর হামলা চালিয়েও এখন পর্যন্ত পুরোপুরি গাজার নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা। এছাড়া জিম্মিদেরও মুক্ত করতে ব্যর্থ হয়েছে দখলদার বাহিনী। যদিও সাম্প্রতিক সময়ে গাজা-ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলগুলো দখল করতে সমর্থ হয়েছে তারা। এতে করে গাজার প্রায় অর্ধেক অংশ এখন ইসরায়েলিদের নিয়ন্ত্রণে রয়েছে। এসব অঞ্চলে থাকা সব ঘরবাড়ি ধ্বংস করে সেখানে ‘বাফার জোন’ তৈরি করেছে ইসরায়েল। যেখানে গাজার কোনো মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না দখলদাররা।