সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ-বালাগঞ্জের সার্কেল) আশরাফুজ্জামান।
২২ এপ্রিল ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃ্খংলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রনে উল্লেখযোগ্য অবদান রাখায় আশরাফুজ্জামান পিপিএমকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ঘোষনা করেন সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান। সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হওয়ায় মানবিক ওই পুলিশ অফিসার আশরাফুজ্জামানকে পুরস্কৃত করা হয়।
অপরাধ পর্যালোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) রেঞ্জ ডিআইজির কার্যালয় মো. আজিজুল ইসলাম, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, পুলিশ সুপার (অপারেশন্স এন্ড ট্রফিক) মো. আমিনুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) মো. রফিকুল ইসলাম খান প্রমুখ।
এ ব্যাপারে আশরাফুজ্জামান বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয় জনগণের দায়িত্ব পালন করা হচ্ছে বড়। আমি সবার সহযোগিতা চাই।