সিলেটের ফেঞ্চুগঞ্জ বজ্রপাতে জিলান মিয়া নামে এক নৌকার মাঝি মারা গেছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা সদরের পূর্ববাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিলান মিয়া উপজেলার বাঘমারা পশ্চিম পাড়া এলাকার নাসিম মিয়ার ছেলে। তিনি পেশায় নৌকা চালক ছিলেন।
স্থানীয়রা জানান, জিলান মিয়া প্রতিদিনের মত নদীতে নৌকা চালাতে বের হোন। হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই জিলান মিয়া মারা যান।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধারের পর স্বজনরা দাফনের জন্য নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।