সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তরুণ সমাজ সেবক মোহাম্মদ মুহিবুল হাসান রুম্মান।
খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ও এডহক কমিটির সদস্য আজিজুর রহমান বাবুল এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রোমান মিয়া, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিপিকা রায়, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী নুহেল আহমদ পারেছ, মুখলিছুর রহমান বাদল ও বদরুল আলম, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি ইকবাল কামাল।
উপস্থিত ছিলেন সাউস সুরমা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ সভাপতি বদরুল আলম, সমাজসেবী আবুল কালাম আজাদ, আব্দুল হক, আব্দুল খালিক, সহকারি শিক্ষক রুনি বেগম, তাহমিনা আক্তার তুলি, সীমা বালা দেবী, মিতু রায়, সীমা দেব নাথ, মোছা: ফাহমিদা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।