, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে : সাংবাদিক কর্মশালায় বক্তারা জৈন্তাপুরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলায় আদালতে মামলা দায়ের ‘সিলেটের পাথর কোয়ারির ইজারা স্থগিত এটা বৈষম্যের শামিল’ অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে : জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান নির্বাচনের আগেই বয়কট একাংশের : প্রশ্নবিদ্ধ সিলেট উইমেন চেম্বার সিলেটের ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি মারার ভিডিও ভাইরাল, তদন্তে কমিটি সিলেটে প্রতিবেশীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেত্রীর পদ স্থগিত আমেরিকা ইউরোপের ৫টি দেশসহ উচ্চ শিক্ষার জন্য তিন সহস্রাধিক রেজিষ্ট্রেশন স্থানীয় সরকার উপ-পরিচালকের দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটে সর্বমোট সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্যসহ আটক ২

সিলেটে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্যসহ দুইব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে জেলার গোয়াইনঘাট উপজেলা ও সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, গতরাত থেকে আজ ভোর পর্যন্ত জেলার সীমান্ত এলাকায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদার নেতৃত্বে অভিযান চালিয়ে ৬ কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

অভিযানে আটককৃত মালামালের মধ্যে রয়েছে, বিপুল পরিমাণে ভারতীয় লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, রূপ জি ক্রিম, জিলেট ব্লেইড, চিনি, ফিয়ামা সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটকেট চকলেট, ফুচকা, শুটকি ও পান। চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিকআপ আটক করা হয়েছে।

এদিকে, শুক্রবার দিনগত রাত আটটার দিকে সিলেটের হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্পের ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি টহল দল লামা ফতেপুর ও আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামে অভিযান চালিয়ে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক, জিলেট ব্লেড ও লেহেঙ্গা আটক করে। এই ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার লামা ফতেহপুর গ্রামের আব্দুল লতিবের ছেলে হানিফ আহমেদ ও একই উপজেলার নারায়নপুর গ্রামের আহমদ আলির ছেলে জুমান আহমেদ।

জব্দকৃত মালামালের মধ্যে ২১৩ পিস স্ক্রিন সান ক্রিম, ২৮০ পিস স্কিন ব্রাইট ক্রিম, ১৬০ পিস ক্লপ জি ক্রিম, পাঁচ কার্টন জিলেট ব্লেড ও ৪৩৯ পিস ভারতীয় লেহেঙ্গা রয়েছে। জব্দকৃত পণ্যের বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।

অভিযানে আটক দুইজনসহ জব্দকৃত মালামালসহ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর নিকট হস্তান্তর করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি অভিযান অব্যাহত রাখার কথা জানান।

জনপ্রিয়

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

সিলেটে সর্বমোট সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্যসহ আটক ২

প্রকাশের সময় : ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

সিলেটে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্যসহ দুইব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে জেলার গোয়াইনঘাট উপজেলা ও সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, গতরাত থেকে আজ ভোর পর্যন্ত জেলার সীমান্ত এলাকায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদার নেতৃত্বে অভিযান চালিয়ে ৬ কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

অভিযানে আটককৃত মালামালের মধ্যে রয়েছে, বিপুল পরিমাণে ভারতীয় লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, রূপ জি ক্রিম, জিলেট ব্লেইড, চিনি, ফিয়ামা সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটকেট চকলেট, ফুচকা, শুটকি ও পান। চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিকআপ আটক করা হয়েছে।

এদিকে, শুক্রবার দিনগত রাত আটটার দিকে সিলেটের হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্পের ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি টহল দল লামা ফতেপুর ও আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামে অভিযান চালিয়ে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক, জিলেট ব্লেড ও লেহেঙ্গা আটক করে। এই ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার লামা ফতেহপুর গ্রামের আব্দুল লতিবের ছেলে হানিফ আহমেদ ও একই উপজেলার নারায়নপুর গ্রামের আহমদ আলির ছেলে জুমান আহমেদ।

জব্দকৃত মালামালের মধ্যে ২১৩ পিস স্ক্রিন সান ক্রিম, ২৮০ পিস স্কিন ব্রাইট ক্রিম, ১৬০ পিস ক্লপ জি ক্রিম, পাঁচ কার্টন জিলেট ব্লেড ও ৪৩৯ পিস ভারতীয় লেহেঙ্গা রয়েছে। জব্দকৃত পণ্যের বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।

অভিযানে আটক দুইজনসহ জব্দকৃত মালামালসহ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর নিকট হস্তান্তর করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি অভিযান অব্যাহত রাখার কথা জানান।