স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক সুবর্ণা সরকার দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
তিনি সোমবার দুপুরে বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এসময় বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ, সহকারী কমিশনার ( ভূমি) সরকার মামুনুর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রকীব ভূইয়া,সিলেট জেলা স্কাউটসের কমিশনার জেসমিন বেগম ও দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ মো: নাজমুল আলম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম উপস্থিত ছিলেন।
তিনি শ্রেণিকার্যক্রম পর্যবেক্ষন করেন এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।