, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে : সাংবাদিক কর্মশালায় বক্তারা জৈন্তাপুরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলায় আদালতে মামলা দায়ের ‘সিলেটের পাথর কোয়ারির ইজারা স্থগিত এটা বৈষম্যের শামিল’ অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে : জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান নির্বাচনের আগেই বয়কট একাংশের : প্রশ্নবিদ্ধ সিলেট উইমেন চেম্বার সিলেটের ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি মারার ভিডিও ভাইরাল, তদন্তে কমিটি সিলেটে প্রতিবেশীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেত্রীর পদ স্থগিত আমেরিকা ইউরোপের ৫টি দেশসহ উচ্চ শিক্ষার জন্য তিন সহস্রাধিক রেজিষ্ট্রেশন স্থানীয় সরকার উপ-পরিচালকের দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটে যুবলীগ নেতা এখন জিয়া মঞ্চের সদস্য সচিব

বিগত ৫ আগস্টের পূর্বে ছিলেন যুবলীগ নেতা। যুক্তরাজ্য বিএনপি নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার মামলার এজহারভূক্ত আসামিও তিনি। কিন্তু রাজনৈতিক পট-পরিবর্তনের পর খোলস পাল্টে এখন তিনি হয়েছেন জিয়া মঞ্চের শীর্ষ পদধারী নেতা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে চলছে সমালোচনা।

ঘটনাটি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার। ওই উপজেলার বানেশ্বরপুর গ্রামের মামুন মিয়া ছিলেন ৫ আগস্টের পূর্বে যুবলীগ নেতা। বর্তমানে তিনি দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক কমিটির সদস্য সচিব।

মামুন মিয়ার দাবি- তিনি যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। ব্যক্তিগত আক্রোশ থেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে এসব করা হচ্ছে।

জানা যায়, মামুন মিয়া বিগত আওয়ামী লীগ সরকারের সময় সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন সময় তাকে দেখা যায় তার পাশে। অভিযোগ রয়েছে তিনি দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। গত বছরের ২৮ ডিসেম্বর সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মো.সাহেদ আহমদ ও সদস্য সচিব মো.মস্তাক আহমদ স্বাক্ষরিত ৪১ সদস্য বিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা শাখা জিয়া মঞ্চ কমিটি অনুমোদন দেন। ওই কমিটির সদস্য সচিব হলেন মামুন মিয়া। কমিটিতে মামুনকে সদস্য সচিব করার ফলে ক্ষোভ দেখা দিয়েছে তৃণমৃল নেতাকর্মীদের মধ্যে।

এছাড়া যুক্তরাজ্য যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মালেকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় মামুনকে ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি উল্লেখ করে ৯৬ নম্বর আসামি করা হয়।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক কমিটির সদস্য সচিব মামুন মিয়া বলেন, আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। হাবিব ভাই আমাদের অফিসে এসেছিলেন হয়তো ছবি উঠেছি। ছবি তো যে কেউ কারো সঙ্গে উঠতেই পারে। আমি যুবলীগের সাথে কোনো সম্পৃক্ত নয় বা দায়িত্বে ছিলাম বলে কোনো প্রমাণ দেখাতে পারবে না। ব্যক্তিগত আক্রোশ থেকে এগুলো করা হচ্ছে।

মামলায় আসামি হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, মামলায় ভুলবশত নাম ঢুকেছে। আমি আওয়ামী লীগ কোনো সময় ভালা পাই না, আমার ফ্যামিলির মানুষও আওয়ামী লীগ ভালা পায় না। ২০২৮ সালে আমার ভাই ও পরিবার আওয়ামী লীগের মামলা খেয়েছে।

পদত্যাগ পত্র জমা দেননি দাবি করে তিনি বলেন, আমি কোনো পদত্যাগপত্র জমা দেইনি। পদত্যাগপত্র জমা দেব কেন? আমি এখনো দলের দায়িত্বে রয়েছি।

এ ব্যাপারে সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মো.সাহেদ আহমদ বলেন, অভিযোগগুলো আমার কাছেও এসেছে। কিন্তু তদন্তের পূর্বে নিজের পারিবারিক সমস্যা দেখিয়ে গত মাসে সে পদত্যাগ পত্র জমা দিয়েছে। ইতোমধ্যে আমিও পদত্যাগের সুপারিশ করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছি।

জনপ্রিয়

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

সিলেটে যুবলীগ নেতা এখন জিয়া মঞ্চের সদস্য সচিব

প্রকাশের সময় : ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

বিগত ৫ আগস্টের পূর্বে ছিলেন যুবলীগ নেতা। যুক্তরাজ্য বিএনপি নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার মামলার এজহারভূক্ত আসামিও তিনি। কিন্তু রাজনৈতিক পট-পরিবর্তনের পর খোলস পাল্টে এখন তিনি হয়েছেন জিয়া মঞ্চের শীর্ষ পদধারী নেতা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে চলছে সমালোচনা।

ঘটনাটি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার। ওই উপজেলার বানেশ্বরপুর গ্রামের মামুন মিয়া ছিলেন ৫ আগস্টের পূর্বে যুবলীগ নেতা। বর্তমানে তিনি দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক কমিটির সদস্য সচিব।

মামুন মিয়ার দাবি- তিনি যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। ব্যক্তিগত আক্রোশ থেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে এসব করা হচ্ছে।

জানা যায়, মামুন মিয়া বিগত আওয়ামী লীগ সরকারের সময় সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন সময় তাকে দেখা যায় তার পাশে। অভিযোগ রয়েছে তিনি দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। গত বছরের ২৮ ডিসেম্বর সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মো.সাহেদ আহমদ ও সদস্য সচিব মো.মস্তাক আহমদ স্বাক্ষরিত ৪১ সদস্য বিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা শাখা জিয়া মঞ্চ কমিটি অনুমোদন দেন। ওই কমিটির সদস্য সচিব হলেন মামুন মিয়া। কমিটিতে মামুনকে সদস্য সচিব করার ফলে ক্ষোভ দেখা দিয়েছে তৃণমৃল নেতাকর্মীদের মধ্যে।

এছাড়া যুক্তরাজ্য যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মালেকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় মামুনকে ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি উল্লেখ করে ৯৬ নম্বর আসামি করা হয়।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক কমিটির সদস্য সচিব মামুন মিয়া বলেন, আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। হাবিব ভাই আমাদের অফিসে এসেছিলেন হয়তো ছবি উঠেছি। ছবি তো যে কেউ কারো সঙ্গে উঠতেই পারে। আমি যুবলীগের সাথে কোনো সম্পৃক্ত নয় বা দায়িত্বে ছিলাম বলে কোনো প্রমাণ দেখাতে পারবে না। ব্যক্তিগত আক্রোশ থেকে এগুলো করা হচ্ছে।

মামলায় আসামি হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, মামলায় ভুলবশত নাম ঢুকেছে। আমি আওয়ামী লীগ কোনো সময় ভালা পাই না, আমার ফ্যামিলির মানুষও আওয়ামী লীগ ভালা পায় না। ২০২৮ সালে আমার ভাই ও পরিবার আওয়ামী লীগের মামলা খেয়েছে।

পদত্যাগ পত্র জমা দেননি দাবি করে তিনি বলেন, আমি কোনো পদত্যাগপত্র জমা দেইনি। পদত্যাগপত্র জমা দেব কেন? আমি এখনো দলের দায়িত্বে রয়েছি।

এ ব্যাপারে সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মো.সাহেদ আহমদ বলেন, অভিযোগগুলো আমার কাছেও এসেছে। কিন্তু তদন্তের পূর্বে নিজের পারিবারিক সমস্যা দেখিয়ে গত মাসে সে পদত্যাগ পত্র জমা দিয়েছে। ইতোমধ্যে আমিও পদত্যাগের সুপারিশ করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছি।