সিলেটে পৃথক অভিযানে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে অসামাজিক কাজের অভিযোগে নারী ও পুরুষ, ২ জুয়াড়ি, চোরাইপণ্যসহ ৩ জন এবং ২ চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ২ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হচ্ছেন- হবিগঞ্জের বানিয়াচং থানার বানিয়াচং গ্রামের সিজিল মিয়ার ছেলে মো. আবজল মিয়া এবং মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ইসলামপুর থানার মো. মানিক মিয়ার ছেলে মো. মমিন মিয়া। একই এলাকায় পৃথক অভিযানে একটি অবাসিক হোটেল থেকে অসামাজিক কাজের অভিযোগে ২ নারী-পুরুষকে গ্রেফতার করা হয়। তারা হলেন- এলাইচ মিয়া ও মাঈশা ইসলাম।
এদিকে শাহপারাণ থানার দাসপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসসহ একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মো. নুর উদ্দিন জৈন্তাপুর থানার ঠাকুরেরমাটি গ্রামের মাখন মিয়ার ছেলে। অভিযানে প্রায় ২৬ লাখ ৩৬ হাজার ২০০ টাকা মূল্যের প্রসাধনী উদ্ধার করা হয়।
এদিকে একই এলাকায় পৃথক অভিযানে ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলো- ময়মনসিংহের হালুয়াঘাট থানার ঘিলাবই গ্রামের মো. হাসমত আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম এবং সিলেটের জৈন্তাপুর থানার লক্ষীপুরের ইব্রাহিম খলিলের ছেলে মো. সাহিন আলী। তাদের কাছ থেকে জব্দকৃত চিনির মূল্য আনুমানিক ১৬ লাখ ১৭ হাজার টাকা।
অপরদিকে কোতোয়ালি মডেল থানার বন্দরবাজার এলাকায় করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- জৈন্তাপুর থানার পানিছড়া চিকনাগুল এলাকার মনাফ মিয়ার ছেলে শাহেদ আহমদ ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার মান্তিপুর গ্রামের জিবু মিয়ার ছেলে রুবেল মিয়া।
শুক্রবার রাতে পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।