সুনামগঞ্জের ছাতক উপজেলার গণেশপুর গ্রামে অভিযান চালিয়ে ১৩টি ধারালো অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের চার সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (১৯ মার্চ) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, গণেশপুর গ্রামের মৃত লুৎফুর রহমানের তিন ছেলে আব্দুল কাদের (৪১), আক্তার হোসেন (৩৪) ও মোসাদ্দেক (২৭) এবং ছড়ারপাড় গ্রামের হাজি আশিদ আলীর ছেলে কামাল হোসেন (৪০)।
ছাতক সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি দল গণেশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২টি বড় ছুরি, ৫টি চাপাতি, ১টি রামদা ও ৬টি বিভিন্ন ধরনের চাকুসহ মোট ১৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের ছাতক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ছাতক সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ বলেন, ‘আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ছাতক নৌপথে বালিপাথর বহনকারী নৌযান থেকে অবৈধ চাঁদাবাজি করছিল। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নৌকার মাঝিমাল্লাদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করত। এছাড়া, তারা সুরমা নদী থেকে অবৈধভাবে ভিটাবালি উত্তোলনের সঙ্গেও জড়িত ছিল।’
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।